কাকদ্বীপ, 12 ফেব্রুয়ারি : 2016 সালে প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য একটি আইন পাশ করা হয় সংসদে । প্রতিবন্ধী সংরক্ষণের আইন অন্যান্য রাজ্যগুলিতে বলবৎ করা হলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে লাগু করা হয়নি । আজ নিজেদের অধিকারের দাবিতে কয়েকশো প্রতিবন্ধী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনগুলি ।
অবরোধের জেরে কাকদ্বীপ থেকে কলকাতা সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে । প্রায় তিন ঘন্টা পরে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছায় ৷ পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে । যদিও এরপর কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধীরা। তাঁদের দাবি, 2016 সালের যে প্রতিবন্ধী আইন পাশ করা হয়েছে তা অবিলম্বে এই রাজ্যে চালু করতে হবে ৷ রাজ্যের প্রতিবন্ধীদের 40 শতাংশ মানবিক ভাতা হিসাবে ন্যূনতম 6 হাজার টাকা প্রতিমাসে দিতে হবে ৷ প্রতিবন্ধীদের খাদ্য সুরক্ষা কার্ড দিতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলা আবাস যোজনা প্রতিবন্ধীদের নাম নথিভূক্ত করতে হবে ও লোকাল ট্রেনে বা বাসে প্রতিবন্ধীদের আসন সংরক্ষিত করতে হবে ৷