পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু'বেলা মাঠে চাষ করে সময় কাটছে মজিদ মাস্টারের - সিপিআইএম নেতা মজিদ আলি

এখন দলের সঙ্গে সম্পর্ক নেই । তবে, মানুষের সঙ্গে যোগাযোগটা রয়ে গেছে । লকডাউনের এই সময়ে দু'বেলা চাষ করেই সময় কাটছে CPI(M)-এর সেই প্রাক্তন নেতা মজিদ মাস্টারের ।

Majid Master
মজিদ মাস্টার

By

Published : May 11, 2020, 2:08 PM IST

শাসন, 11 মে : একসময় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের শাসন অঞ্চলে নিজের ভাবমূর্তি দিয়ে CPI(M)-এর লাগাম ধরে রেখেছিলেন । এখন সেই দলের সঙ্গেও নেই তিনি । আর তাই লাগাম ধরে রাখার প্রশ্নও নেই । কিন্তু এই লকডাউনের সময় কেমন আছেন সেই সর্বপরিচিত মজিদ মাস্টার ?

রাজনীতি ছেড়ে দিলেও মানুষের সঙ্গে সম্পর্ক এখনও আছে । তবে, এখন দু'বেলা মাঠে চাষ করেই সময় কাটে 76 বছর বয়সি মজিদ মাস্টারের । কোরোনা সংক্রমণে ভীত নন তিনি । তাই এই বয়সেও অক্লান্তভাবে ফসল ফলাচ্ছেন ।

কোরোনা নিয়ে নিজে ভীত না হলেও তাঁর মতে জনসচেতনতাই একমাত্র এই সংক্রমণ রোধের একমাত্র পথ । তাই ভাঙড়ের শাসন, খড়িবাড়ি চত্বরের বাজারগুলি নিয়ে ক্ষোভ রয়েছে তাঁর । বিশেষ করে মাছের বাজার নিয়ে । কারণ ভাঙড়ের এই চত্বরগুলিতে মাছের উৎপাদন বেশি হয় । ফলে পাইকারী মাছের বাজারগুলিতে ভিড় করছে মানুষ । সেই কারণে সংক্রমণ রোধে মাছের বাজারগুলিকে আরও সচেতনভাবে কাজ করতে হবে বলে মনে করেন তিনি ।

পুরানো দল নিয়ে কিছু মন্তব্য করতে চাননি তিনি । তবে, দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁর মন যে ভালো নেই তা জানান মজিদ মাস্টার । উভয় সরকারকেই আরও বেশি সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি । পাশাপাশি এই সময়ে রেশন নিয়ে যে দুর্নীতি চলছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন । জানান, সরকার বদলালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details