মথুরাপুর, 7 অগস্ট : প্রয়াত হলেন মথুরাপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ হালদার ৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷
শুক্রবার সকালে মথুরাপুরের যাদবপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। সুন্দরবনে দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।
1972 সালে বিধানসভা নির্বাচনে অবিভক্ত মথুরাপুর কেন্দ্রে এসইউসিআই-এর (SUCI) প্রার্থী রেণুপদ হালদারকে ব্যাপক ভোটে পরাজিত করেছিলেন কংগ্রেস (Congress) প্রার্থী বীরেন্দ্রবাবু। বিধায়ক হওয়ার পর এলাকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয় তাঁর হাতধরে। 5 বছরের মধ্যে সেই অঞ্চলে 4 টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিলেন।
এতবছর পরও যাদবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নাইয়ারহাট গ্রামীণ হাসপাতাল, জগদীশপুর হাসপাতাল ও পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল গ্রামীণ এলাকার শতাধিক মানুষ।
বীরেন্দ্রনাথ হালদার ছিলেন অবিভক্ত মথুরাপুরের শেষ বিধায়ক। তারপর মথুরাপুর ভেঙে রায়দিঘি ও মন্দিরবাজার বিধানসভায় ভাগ করা হয়। প্রাক্তন বিধায়ককের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মথুরাপুর। শুক্রবার শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার।