পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত মথুরাপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক - জগদীশপুর হাসপাতাল

দক্ষিণ 24 পরগনার অবিভক্ত মথুরাপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ হালদার গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর।

প্রাক্তন কংগ্রেস বিধায়ক
প্রাক্তন কংগ্রেস বিধায়ক

By

Published : Aug 7, 2021, 12:17 PM IST

মথুরাপুর, 7 অগস্ট : প্রয়াত হলেন মথুরাপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ হালদার ৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷

শুক্রবার সকালে মথুরাপুরের যাদবপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। সুন্দরবনে দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।

1972 সালে বিধানসভা নির্বাচনে অবিভক্ত মথুরাপুর কেন্দ্রে এসইউসিআই-এর (SUCI) প্রার্থী রেণুপদ হালদারকে ব্যাপক ভোটে পরাজিত করেছিলেন কংগ্রেস (Congress) প্রার্থী বীরেন্দ্রবাবু। বিধায়ক হওয়ার পর এলাকার স্বাস্থ্য ব‍্যবস্থার আমূল পরিবর্তন হয় তাঁর হাতধরে। 5 বছরের মধ্যে সেই অঞ্চলে 4 টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিলেন।

এতবছর পরও যাদবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নাইয়ারহাট গ্রামীণ হাসপাতাল, জগদীশপুর হাসপাতাল ও পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল গ্রামীণ এলাকার শতাধিক মানুষ।

বীরেন্দ্রনাথ হালদার ছিলেন অবিভক্ত মথুরাপুরের শেষ বিধায়ক। তারপর মথুরাপুর ভেঙে রায়দিঘি ও মন্দিরবাজার বিধানসভায় ভাগ করা হয়। প্রাক্তন বিধায়ককের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মথুরাপুর। শুক্রবার শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার।

ABOUT THE AUTHOR

...view details