সুন্দরবন, 9 জানুয়ারি : সাসপেন্ড করা হল টুরিস্ট গাইডকে ৷ পাশাপাশি বন্ধ করে দেওয়া লঞ্চ পরিষেবা । লঞ্চে পর্যটকদের ঘোরানোর সময় হঠাৎ বাঘের দেখা মেলে ৷ উত্তেজিত পর্যটকদের আরও ভাল করে বাঘ দর্শন করাতে লঞ্চটি সাঁতাররত বাঘটির খুব কাছে চলে যায় ৷ এতে দুর্ঘটনার সম্ভাবনা ছিল ৷ তাই বন দফতর এই পদক্ষেপ করেছে (Forest Official suspends Sundarbans Tourist Guide over breaking forest norms) ৷
গত বছর 27 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গোসাবা সুধন্যখালি জঙ্গলে নবাঁকী খালের কাছে বাঘের দেখা পায় একদল পর্যটক । বাঘটি সাঁতরে খাল পারাপার করছিল ৷ মা ভবানী নামের লঞ্চটি পর্যটকদের আরও কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে বাঘটির খুব কাছাকাছি চলে যায় । এরপর বাঘের সামনে গিয়ে লঞ্চটির ইঞ্জিন বন্ধ করে দেয় চালক ।কিছুক্ষণ লঞ্চটি দাঁড়িয়ে থাকে ৷ আর এই খবর ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে বন দফতর । তদন্তে নামেন বন দফতরের আধিকারিকেরা ।
আরও পড়ুন : Tiger Terror in Gosaba : হাঁফ ছেড়েছে কুমিরমারি, সাতজেলিয়ায় অব্যাহত বাঘ-বন্দি খেলা