গোসাবা, 1 জানুয়ারি : নতুন বছরের ফের বাঘের আতঙ্কে কাঁটা গোসাবা । শুক্রবারের পর শনিবার ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ । এদিকে বাঘকে বন্দি করতে গিয়ে এবার বাঘের হানায় ঘায়েল হলেন এক কর্মী (forest guard injured by tiger attack at gosaba) ।
সুন্দরবনের গোসাবা এলাকায় গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্ক ছড়িয়েছে ৷ শুক্রবার বাঘটিকে দেখা যায় সাতজেলিয়া জঙ্গলে ৷ শনিবার সকালে বাঘটিকে দেখা যায় পরশমনি গ্রাম লাগোয়া জঙ্গলে । বাঘটি জায়গা পরিবর্তন করছে বলেই অনুমান বনকর্মীদের । তারই মধ্যে সাতজেলিয়ার চরগেরির 3-4 কিলোমিটার পশ্চিম দিকে পরশমণি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায় ।
অন্যদিকে বন দফতর সূত্রে খবর, বাঘের হানায় আহত হয়েছেন পার্থ হালদার নামে এক বনকর্মী । তিনি ফরেস্ট গার্ড পদে কর্মরত । আহত বনকর্মীকে গ্রামবাসীরা উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, পার্থ হালদার বাঘটিকে জঙ্গলে ফেরানোর জন্য বাজি ফাটাচ্ছিলেন, সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে পার্থর ঘাড়ে ও হাতে হামলা চালায় বাঘ । পরে বাঘটি আবার জঙ্গলে ফিরে যায় । লোকালয়ে বাঘ আটকাতে এলাকা জাল দিয়ে ঘেরার কাজ চলছে । স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করার পাশাপাশি বন দফতরের পক্ষ থেকে বাঘকে বন্দি করার জন্য বিভিন্ন জায়গায় খাঁচা পাতার কাজ চালানো হচ্ছে ।