সুন্দরবন, 15 ফেব্রুয়ারি : সুন্দরবনের বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষা করতে কচ্ছপের পর বিভিন্ন নদী ও খালে কুমির ছাড়া হল । এ বছর বন বিভাগ 35টি প্রজননক্ষম কুমির ছাড়ল সুন্দরবনে । সুন্দরবনের কলমি নদী, ভাইজোড়া খাল এবং লোথিয়ান দ্বীপের কাছে এই কুমিরগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে (Forest Department releases Crocodiles in Sunderbans to protect ecosystem) । এর মধ্যে 3টি পুরুষ এবং 32টি স্ত্রী কুমির রয়েছে, জানিয়েছে বন দফতর ।
কুমিরগুলি আনুমানিক দৈর্ঘ্য চার ফুট । দক্ষিণ 24 পরগনার ডিএফও মিলন মণ্ডল, এডিএফও এবং রামগঙ্গার ফরেস্ট রেঞ্জ অফিসার তন্ময় চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই কুমিরগুলি ছাড়া হয় । 2021-এ সুন্দরবনের বিভিন্ন নদীতে 55টি কুমির ছাড়া হয়েছে । এ প্রসঙ্গে বিভাগীয় বনাধিকারিক মিলন মণ্ডল বলেন, "প্রতি বছর কুমিরের সংখ্যা কমছে ৷ তাই কুমির প্রতিপালন করতে নদীতে কুমির ছাড়া শুরু হয়েছিল । এতে কুমিরের সংখ্যা বেড়েছে । গত বছর সুন্দরবনে 55টি কুমির ছাড়া হয়েছিল । এবার 35টি কুমির ছাড়া হল ।"
আরও পড়ুন : GPS on Batagur Baska Turtle : কচ্ছপের দেহে ট্রান্সমিটার বসাল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
বন দফতর সূত্রে খবর, 1976 সাল থেকে পাথরপ্রতিমার ভগবৎপুরে প্রথম কুমিরের ডিম ফুটিয়ে বাচ্চা প্রতিপালন করার প্রক্রিয়া শুরু হয় । 1982 সাল থেকে প্রতি বছর সুন্দরবনের নদী ও খাঁড়িতে নোনা জলের কুমির ছাড়ছে বন দফতর । সেখানে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর 4 বছর পর্যন্ত বাচ্চা কুমিরগুলোকে রাখা হয় । নোনা জলে বেঁচে থাকার উপযুক্ত হয়ে উঠলেই সুন্দরবনের গভীরে নদী ও খাঁড়িতে ছেড়ে দেওয়া হয় । কোনও কুমির সাড়ে চার ফুট বা তার বেশি লম্বা হলে তবেই তাদের প্রকৃতিতে ছাড়ার উপযুক্ত বলে বিবেচনা করেন বনকর্মীরা ।
সুন্দরবনের নদী, খালে কুমির ছাড়ল বন দফতর এমনকি সুন্দরবনের বিভিন্ন এলাকায় কুমিরের ডিম পাওয়া গেলে তা উদ্ধার করে ভগবতপুরে নিয়ে আসা হয় । সেই ডিম ফুটে কুমিরের বাচ্চা হয় এবং কুমির প্রকল্পে 'ব্রিডিং পুল'-এ রাখা প্রজনন সক্ষম কুমিরদের ডিম সংগ্রহ করে হ্যাচারিতে কৃত্রিম ভাবে তা ফোটানো হয় । তবে প্রথম থেকেই কুমিরদের বিভিন্ন রকম ট্যাঙ্কের মধ্যে রেখে প্রতিপালন করা হয় । 4 বছর বয়সে কুমিরগুলো গড়ে চার ফুট মতো লম্বা হলেই নোনা জলে ছাড়ার তোড়জোড় শুরু হয়ে যায় ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শীতের সময় সুন্দরবন অঞ্চলের নদীতে জল কম থাকে এবং নদীসংলগ্ন খাঁড়িগুলো প্রায় শুকনো থাকে, তাই এই সময়কে কুমির ছাড়ার জন্য বেছে নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Tortoise Rescue From Bardhaman Station : বর্ধমান স্টেশনে উদ্ধার 111টি কচ্ছপ, গ্রেফতার 2