সুন্দরবন, 25 মে : ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় তৎপর সুন্দরবন ৷ ঝড়ের পর জঙ্গল থেকে যাতে কোনওভাবে বাঘ বেরিয়ে লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে ৷ কোনওভাবে ফেন্সিং ভেঙে পড়লে বাঘ, হরিণ বা অন্য বন্যপ্রাণী যাতে বেরিয়ে না আসে সেজন্যও নদীপথে টহলদারি চালাবে বন দফতর ৷ জেলা বন দফতরের ডিএফও মিলন মণ্ডলের নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম পুরো জেলার পরিস্থিতির উপর নজর রাখবে l
কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিকটি মাথায় রেখে অরণ্যপ্রহরী নামে একটি বড় বোট মোতায়েন থাকবে l সেই বোটে থাকবেন 18 জন সদস্য l তারা দ্রুত এলাকায় গিয়ে ভেঙে পড়া ফেন্সিং দ্রুত মেরামত করবেন l গ্রামের কোথাও বাঘ ঢুকে পড়ার মতো ঘটনা ঘটলে কুলতলি ও ঝড়খালি এই দুই বিট অফিসে দুটি আলাদা টিম রাখা আছে l তড়িঘড়ি এলাকায় গিয়ে ঘুমপাড়ানি বন্দুক দিয়ে যারা বাঘকে কাবু করতে পারবেন l বোটে ঘুমপাড়ানি বন্দুক, লোহার খাঁচা ও নাইলনের মজবুত জাল রাখা হয়েছে l ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে l শুধুমাত্র কুলতলি বিট অফিস এলাকায় থাকা তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 37 কিলোমিটার নাইলনের ফেন্সিং রয়েছে l