পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Captured in Kultali : কয়েকঘণ্টার চেষ্টা, কুলতলিতে বনদফতরের বাগে এল দক্ষিণরায়

কুলতলিতে ধানক্ষেতে ঢুকে পরে বাঘ ৷ গ্রামবাসীরা ধান ক্ষেতে তাকে দেখার পরেই আতঙ্ক ছড়ায় চারশবিঘের চর এলাকায় । তারপরেই বনদফতরের হাতে ধরা পড়ল বাঘটি (Tiger Captured in Kultali) ৷

Tiger
আতঙ্ক ছড়ায় চারশবিঘের চর এলাকায়

By

Published : Dec 7, 2021, 11:04 PM IST

কুলতলি, 7 ডিসেম্বর :আবারও কুলতলিতে বাঘের আতঙ্ক । তবে এবার শুধু পায়ের টাটকা ছাপ নয়, লোকালয়ে ঢুকে পড়ল বাঘ । সুন্দরবনের জঙ্গল ছেড়ে উপকূলতীরবর্তী এলাকার একটি ধানজমিতে ঢুকে পড়ে বাঘটি । আজ সকালে কয়েকজন গ্রামবাসীরা ধান ক্ষেতে তাকে দেখার পরেই আতঙ্ক ছড়ায় ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের চারশবিঘের চর এলাকায় । যদিও রাতে পোহানোর আগেই বনদফতরের হাতে ধরা পড়ল বাঘটি (Tiger Captured in Kultali) ৷

কয়েকঘণ্টার চেষ্টায় বাগে আসে বাঘটি ৷

মঙ্গলবার সকালে বাঘের খবর পেয়েই বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনস্তরের জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেন । পাতা হয় খাঁচা । তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাঘটিকে খাঁচা বন্দি করা সম্ভব হয়নি । ঘটনাস্থলে আসেন দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) মিলন মণ্ডল, সহকারী বিভাগীয় বনাধিকারিক (এডিএফও) অনুরাগ চৌধুরী-সহ অন্যান্য পদস্থ আধিকারিকেরা । অবশেষে রাতে ছাগলের টোপ দিয়ে ধরা হয় দক্ষিণরায়কে । বনদফতর সূত্রে জানা গিয়েছে , বাঘটিকে শারীরিক পরীক্ষা করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কয়েক জন গ্রামবাসী মাঠে ধান কাটার জন্য যাচ্ছিলেন । সে সময় তাঁরা ধানক্ষেতের পাশে বাঘটিকে দেখতে পান । নিমেষেই সেই খবর চাউর হয়ে যায়। খবর পেয়ে বন দফতরের কুলতলি বিট অফিস থেকে বনকর্মীরা গ্রামে আসেন । স্থানীয়দের সহযোগিতায় ধানক্ষেত নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয় । কয়েকঘণ্টার চেষ্টায় বাগে আসে বাঘটি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details