পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাপে কাটার চিকিৎসা করাতে কালনা থেকে ক্যানিংয়ে - South 24 pargana

বিগত কয়েক বছর ধরে ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কাটা ব্যক্তির চিকিৎসা করছেন চিকিৎসকরা ৷ এমনকী মৃতপ্রায় হয়েও হাসপাতালে এসে প্রাণ ফিরে পাচ্ছেন অনেকেই ৷ তাই কালনা থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সন্ন্যাসী বিশ্বাস ৷

ক্যানিং মহকুমা হাসপাতাল

By

Published : Aug 31, 2019, 3:43 PM IST

ক্যানিং, 31 অগাস্ট: সরকারের তরফে প্রচার অভিযান চললেও জনমানসে গড়ে ওঠেনি কোনও সচতেনতা ৷ তাই সাপে কাটার পর কোনও ব্যক্তিকে সুস্থ করে তুলতে তাঁর পরিবারের একমাত্র ভরসা ওঝা ৷ কিন্তু বিগত কয়েক বছর ধরে ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কাটা ব্যক্তির চিকিৎসা করছেন চিকিৎসকরা ৷ এমনকী মৃতপ্রায় হয়েও হাসপাতালে এসে প্রাণ ফিরে পাচ্ছেন অনেকেই ৷ তাই কালনা থেকে অনেকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন ৷

গত বুধবার বিকেলে জমিতে কাজ করার সময় সাপের কামড় খান সন্ন্যাসী বিশ্বাস ৷ তাঁর স্ত্রী তৃপ্তি বিশ্বাস প্রথমে স্বামীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কল্যাণী হাসপাতালে পাঠানো হয় ৷ কিন্তু সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ন্যাসী বিশ্বাসকে NRS হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ কিন্তু সেখানে তাঁকে না নিয়ে গিয়ে তাঁর পরিবার বাড়ি নিয়ে যান ৷ সেখানে শুরু হয় ওঝার ঝাড়ফুঁক ৷ ফলে সন্ন্যাসীবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে ৷ পরে বাসন্তীর এক আত্মীয়ের কাছ থেকে শুনে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সন্ন্যাসী বিশ্বাস ৷ আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

হাসপাতালের চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, "ওঁর অবস্থা স্থিতিশীল ৷ যেহেতু চন্দ্রবোড়া সাপের কামড়, তাই একটু সময় লাগবে ৷ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে ৷ তার রিপোর্ট দেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ "

উল্লেখ্য 12 অগাস্ট বাসন্তীর জয়গোপালপুর গ্রামে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে সাপে ছোবল মারে ৷ কিন্তু তার পরিবার হাসপাতালের বদলে তাকে নিয়ে যায় ওঝার কাছে ৷ দু'ঘণ্টা ঝাড়ফুঁক চলার পর ওই পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে ওই পড়ুয়াকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ কিন্তু লাভ হয়নি ৷ মৃত্যু হয় ওই ছাত্রীর ৷

ABOUT THE AUTHOR

...view details