ক্যানিং, 31 অগাস্ট: সরকারের তরফে প্রচার অভিযান চললেও জনমানসে গড়ে ওঠেনি কোনও সচতেনতা ৷ তাই সাপে কাটার পর কোনও ব্যক্তিকে সুস্থ করে তুলতে তাঁর পরিবারের একমাত্র ভরসা ওঝা ৷ কিন্তু বিগত কয়েক বছর ধরে ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কাটা ব্যক্তির চিকিৎসা করছেন চিকিৎসকরা ৷ এমনকী মৃতপ্রায় হয়েও হাসপাতালে এসে প্রাণ ফিরে পাচ্ছেন অনেকেই ৷ তাই কালনা থেকে অনেকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন ৷
গত বুধবার বিকেলে জমিতে কাজ করার সময় সাপের কামড় খান সন্ন্যাসী বিশ্বাস ৷ তাঁর স্ত্রী তৃপ্তি বিশ্বাস প্রথমে স্বামীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কল্যাণী হাসপাতালে পাঠানো হয় ৷ কিন্তু সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ন্যাসী বিশ্বাসকে NRS হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ কিন্তু সেখানে তাঁকে না নিয়ে গিয়ে তাঁর পরিবার বাড়ি নিয়ে যান ৷ সেখানে শুরু হয় ওঝার ঝাড়ফুঁক ৷ ফলে সন্ন্যাসীবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে ৷ পরে বাসন্তীর এক আত্মীয়ের কাছ থেকে শুনে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সন্ন্যাসী বিশ্বাস ৷ আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷