পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students Consume Poison: পাথরপ্রতিমায় মদ ভেবে বিষ খেয়ে অসুস্থ ষষ্ঠ শ্রেণির 5 ছাত্র - মদ ভেবে বিষ

বন্ধুর বাড়িতে গিয়ে মদ ভেবে বিষ পান ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের (Students Consume Poison) ৷ তিন অসুস্থ ছাত্র ভরতি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ৷ আশংকাজনক অবস্থায় দু'জন ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত হয়েছে ৷

Students Consume Poison
মদ ভেবে বিষ পান ষষ্ঠ পড়ুয়াদের

By

Published : Mar 26, 2023, 10:36 PM IST

মদ ভেবে বিষ খেয়ে অসুস্থ পাঁচ ষষ্ঠ শ্রেণির ছাত্র

পাথরপ্রতিমা, 26 মার্চ: মদ ভেবে বিষ খেয়ে নিল পাঁচ পড়ুয়া ৷ তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে দু'জনকে ইতিমধ্যেই ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা থানার অন্তর্গত অচিন্ত্য নগর গ্রামের পঞ্চায়েতের কামদেবপুরে । অসুস্থ পড়ুয়াদের নাম দীপঙ্কর ভূঁইয়া, সুমন গায়েন, মনোজ মাইতি, অনুপম বেড়া ও জয়ন্ত গায়েন । এই পাঁচজন পড়ুয়া সকলেই কামদেবপুর স্নেহবালা বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া বলে খবর (Five students fall sick after Consume poison) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার অনুপম বেড়ার বাড়িতে একটি নিমন্ত্রণ ছিল ওই পাঁচ পড়ুয়ার । সকলেই অনুপমের বন্ধু । অনুপমের বাড়িতে স্নান করতে যাওয়ার আগে একটি মদের বোতল দেখে তারা ৷ সেই বোতলের মধ্যে কৃষিকাজে ব্যবহার করা বিষ রাখা ছিল । তারা ঘুণাক্ষরেও টের পায়নি মদের বোতলে বিষ রয়েছে । এরপরেই মদ ভেবে বিষ খেয়ে ফেলে ওই পাঁচ বন্ধু । এরপর পাঁচজনের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায় । বিষক্রিয়ার ফলে পাঁচ পড়ুয়াই বমি করতে শুরু করে । এরপর স্থানীয়রা তড়িঘড়ি পাঁচজনকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ পরে হাসপাতালে আসে পড়ুয়াদের পরিবার ।

এক অসুস্থ পড়ুয়ার মা সৃজলি গায়েন জানান, এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে বলে বেরিয়েছিল ছেলে ৷ কিন্তু হঠাতই খবর পান তারা বিষ খেয়ে ফেলেছে । তাঁরা উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় তড়িঘড়ি রায়দিঘি হাসপাতালে আসেন । এসে দেখেন ছেলের অবস্থা আশংকাজনক । পরিবার সূত্রে খবর, একটি মদের বোতলে কীটনাশক রেখেছিল অনুপমের পরিবারের লোকজন । পাঁচ বন্ধু মিলে মদের বোতলে বিষ ছিল সেটি বুঝতে পারেনি । মদ ভেবে বিষ পান করে পাঁচ বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে যায় ।

আরও পড়ুন:যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details