বারুইপুর, 31 মে : গত এপ্রিলে বারুইপুর থানার বেতবেরিয়া রেল স্টেশন লাগোয়া একটি গৃহস্থ বাড়িতে গভীর রাতে ডাকাতি হয় (Five robbers arrested in Baruipur) । খোয়া যায় সঞ্চিত টাকাপয়সা ও সোনার গয়না । ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ । অপরাধীদের ধরার জন্যে বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিমের সঙ্গে মিলে পাতা হয় জাল । সোমবার সারা রাত ধরেই ছিল সেই জাল টানার পালা । সমস্ত রাত ধরে এলাকার বিভিন্ন জায়গায় গোপনে হানা দিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে । পুলিশি জেরায় দোষ স্বীকার করেছে তারা । পুলিশ রিমান্ডে নিয়ে লুট করা জিনিসের উদ্ধারের প্রচেষ্টা করা হবে ।
আরও পড়ুন :চাঁচলে গভীর রাতে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি
জেলার আশেপাশের থানাগুলিতে ইতিমধ্যেই এই গ্রেফতারের খবর পাঠানো হয়েছে । অন্যান্য ডাকাতি ঘটনাতেও এদের হাত থাকতে পারে বলে অনুমান । ধৃত ব্যক্তিদের নাম ভোলা গাজি, আলিনুর গাজি, রকিবুল খান, আজগার আলি মোল্লা, ইসমাইল মোল্লা ৷ ধৃতদের বাড়ি উস্থি থানা ও বারুইপুর থানা এলাকায় । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উস্তি থানা নাজরা এলাকা থেকে ধনঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উস্থি থানার পুলিশ ।
বারুইপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার হল পাঁচ দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ডাকাতি চক্রের লুট করা চোরাই সোনা কিনতো এই ব্যক্তি । পাশাপাশি অভিযোগ এই ধনঞ্জয় মণ্ডল তৃণমূলের একজন সক্রিয় কর্মী এবং উস্থি থানা এলাকায় একটি সোনার দোকান রয়েছে । ইতিমধ্যেই তার সোনার দোকান সিল করে দিয়েছে উস্থি থানার পুলিশ ।