গঙ্গাসাগর, 11 জানুয়ারি: বুধবার গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের একটি গাড়ি ৷ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কৃষ্ণনগর মোড়ের কাছে ৷ জানা গিয়েছে, তীর্থযাত্রী সমেত একটি ম্যাজিক ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে এদিন । কচুবেড়িয়া থেকে ওই ম্যাজিক ভ্যান পুণ্যার্থীদের নিয়ে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে একটি অ্যাম্বুলেন্স সজোরে এসে ওই ম্যাজিক ভ্যানকে ধাক্কা মারে ।
এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ম্যাজিক ভ্যানে থাকা বেশ কয়েকজন পুণ্যার্থী । স্থানীয় বাসিন্দারা আহত পুণ্যার্থীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী (Sundarban Development Minister) বঙ্কিম হাজরা (Bankim Hazra) ।
তিনি বলেন, "মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি ৷ ইতিমধ্যেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে । বর্তমানে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের ।" এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের ও ম্যাজিক গাড়ি চালক ৷ তাঁদের দুজনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলার শুরুতেই এই দুর্ঘটনায় কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে তীর্থযাত্রীরা (Five pilgrims injured at Road Accident)।