পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ICDS সেন্টারে খিচুড়ির কড়াই উলটে তিন শিশু-সহ জখম পাঁচ - accident of jibantala ICDS centre

গরম খিচুড়ির কড়াই উলটে গিয়ে জখম পাঁচ ৷ তাদের মধ্যে দু'জন মহিলা ও তিন জন শিশু ৷

হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু

By

Published : Aug 28, 2019, 1:16 PM IST

জীবনতলা, 28 অগাস্ট: গরম খিচুড়ির কড়াই উলটে গিয়ে জখম পাঁচ ৷ তাদের মধ্যে দু'জন মহিলা ও তিন জন শিশু ৷ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের 76 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷

স্থানীয়দের দাবি, ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে কৃষ্ণা মণ্ডল আজ দুপুরে রান্নার পর গরম খিচুড়ির কড়াই উনুন থেকে নামাচ্ছিলেন ৷ সেই সময় হাত ফসকে তা উলটে যায় ৷ গরম খিচুড়ি ছিটকে পড়ে সেখানে থাকা দুই মহিলা ও তিন শিশুর উপর ৷ গুরুতর জখম হন ৷ সেই সঙ্গে গরম খিচুড়ি পড়ে কৃষ্ণা মণ্ডলেরও হাতে-পায়ে ফোসকা পড়ে ৷ জখমদের তড়িঘড়ি স্থানীয় মটেরদিঘি ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ক্যানিং 2 নম্বর ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details