নামখানা, 14 জুলাই : ফের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হলেন 10 জন মৎস্যজীবী ৷ বুধবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বকখালির কাছে ৷ সপ্তাহ খানেক আগেই সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারটি ৷ এদিন ফেরার সময় ঘটে এই ঘটনা ৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷
এক সপ্তাহ আগে 12 জন মৎসজীবী-সহ গভীর সমুদ্রে ইলিশ ধরতে পাড়ি দেয় হৈমবতী নামে একটি ট্রলার ৷ এদিন ভোরে মাছ ধরে ফেরার সময় বকখালির কাছে চড়ে ধাক্কা লেগে ঘটে দুর্ঘটনাটি ৷ বন্দরে ফেরার সময় রক্তেশ্বরী চরের কাছে উল্টে যায় হৈমবতী ৷ ট্রলাটি থেকে 2 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত 10 জন নিখোঁজ রয়েছেন । নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি ।
বুধবার ভোরে নিখোঁজ হলেন নামখানার 10 জন মৎসজীবী ৷ কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় মাইতি জানান, এক সপ্তাহ আগে নামখানার দশমাইল এলাকার একটি ট্রলার 12 জন মৎসজীবী নিয়ে গভীর সমুদ্রে ইলিশ ধরতে যায় । ইলিশ ধরে বকখালির বন্দরে ফেরার সময় রক্তেশ্বরী চড়ে ধাক্কা খেয়ে উল্টে যায় । 12 জন মৎসজীবী সমুদ্রে পড়ে যান । প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন ওই মৎস্যজীবীরা । তাঁদের চিৎকার শুনে আশপাশে থাকা বেশ কয়েকটি ট্রলার উদ্ধার কাজে এগিয়ে আসে ৷ 2 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ বাকি মৎস্যজীবীদের খোঁজে চলছে তল্লাশি । উদ্ধার করা হয়েছে ট্রলারটিকেও ।
আরও পড়ুন : জীবিকার তাগিদে কেরালা পাড়ি, নামখানার তিন মৎস্যজীবী দু'মাস ধরে নিখোঁজ