কাকদ্বীপ, 20 জুন : আবারও উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে বিপত্তি ৷ বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার এফবি মহামায়া নামক একটি ট্রলার ৷ তবে ট্রলারে থাকা 12 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ প্রত্যেককে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়েছে ৷
জানা গিয়েছে, রবিবার বিকালে জম্বুদ্বীপ থেকে 15 কিলোমিটার গভীরে উত্তাল টেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি ৷ টেউয়ে দাপটে ভেঙে য়ায় ট্রলারের পাটাতন ৷ দ্রুত জল ঢুকতে শুরু করে ট্রলারে ৷ প্রাণ বাঁচতে মৎস্যজীবীরা চিৎকার শুরু করেন ৷ পার্শ্ববর্তী ট্রলার এসে ডুবতে থাকা ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেও ট্রলারটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো কোনওভাবেই সম্ভব ছিল না ৷ ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে ৷