পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Depression over Bay of Bengal: আকাশে দুর্যোগের মেঘ, ট্রলার বন্দরে ফেরায় রোজগার নিয়ে দুশ্চিন্তায় মৎস্যজীবীরা - মৎস্যজীবী

Fishermen Worry about Income: আবারও নিম্নচাপের ভ্রুকুটি ৷ আকাশে ঘণীভূত দুর্যোগের মেঘ ৷ হাজার হাজার মৎস্যজীবী ট্রলার ফিরছে বন্দরে ৷ এতে রোজগার নিয়ে মাথায় হাত মৎস্যজীবীদের ৷

Fishermen Worry about Income
মৎস্যজীবী

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 9:34 PM IST

ট্রলার বন্দরে ফেরায় রোজগার নিয়ে দুশ্চিন্তায় মৎস্যজীবীরা

কাকদ্বীপ, 16 নভেম্বর: বৃহস্পতিবার সকাল থেকেই উপকূল তীরবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি । সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হওয়ার দাপট । বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ ৷ ক্রমেই তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে হলুদ সর্তকতা । দিঘা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি ৷ মৎস্য দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা ।

সমুদ্র উত্তাল তাই মৎস্য দফতরের পক্ষ থেকে একে একে সকল মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ও বন্দরে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এই নির্দেশ পাওয়ার পর বঙ্গোপসাগরের থাকা সকল মৎস্যজীবী একে একে ট্রলারগুলি নিয়ে নিরাপদ আশ্রয় ফিরে আসছে । ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ,পাথরপ্রতিমা, সাগর, নামখানা , ডায়মন্ড হারবার, ফলতা, কুলতলি-সহ মৎস্য বন্দরগুলিতে কয়েক হাজার মৎস্যজীবি ট্রলারগুলি নিয়ে ফিরে এসেছে ।

তবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এর ফলে মাথায় হাত পড়েছে মৎস্যজীবী পরিবারগুলির । মৎস্যজীবী অমল দাস বলেন, "প্রতিমাসে একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় যেন লেগে রয়েছে ৷ আর এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গভীর সমুদ্র থেকে বারবার মাছ না ধরে ফিরে আসতে হয় বন্দরে । এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে ৷ আমরা সংসার চালাব কী করে, তা বুঝে উঠতে পারছি না । আমাদের এই অসহায় পরিস্থিতিতে পাশে দাঁড়াক রাজ্য সরকার ।"

তবে এই বিষয়ে কাকদ্বীপের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র ৷ তাই মৎস্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে । এই সতর্কবার্তা পাওয়ার পর একে একে সকল মৎস্যজীবী ট্রলারগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করছি । মৎস্য দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পর ইতিমধ্যে কয়েক হাজার ট্রলার নিরাপদ আশ্রয় ফিরে এসেছে । অন্যান্য যে সকল ট্রলার গভীর সমুদ্রে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার আমরা ব্যবস্থা করা হচ্ছে ।

একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে । মৎস্য দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পুনরায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা । এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হচ্ছে । এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের হলেও কিছুটা প্রভাব পড়বে এ রাজ্যে সুন্দরবন লাগোয়া উপকূল তীরবর্তী এলাকাগুলিতে ।

ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে । সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে খুলে রাখা হচ্ছে ত্রাণ শিবির ৷ প্রস্তুত রাখা হচ্ছে শুকনো খাবার । বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যেই প্রস্তুত রাখার কাজ শুরু করে দিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা ।

আরও পড়ুন:

  1. নিম্নচাপের ধাক্কা, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি
  2. ঝড়ের কবলে পড়ে বিকল! 13 মৎসজীবী-সহ ওড়িশার ট্রলার উদ্ধার দিঘায়
  3. উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার উলটে নিখোঁজ কাকদ্বীপের 18 মৎস্যজীবী

ABOUT THE AUTHOR

...view details