সুন্দরবন, 28 নভেম্বর : সুন্দরবনে আবারও মৎস্যজীবীর উপর বাঘের আক্রমণের ঘটনা ঘটল (Tiger attacks Fisherman in Sundarbans)। দীর্ঘক্ষণ বাঘের সঙ্গে লড়াইয়ের পর কোনও মতে প্রাণে বেঁচে ফিরলেন মৎস্যজীবী। শনিবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হাউতি দ্বীপের কাছে গভীর জঙ্গলে। আহত ওই মৎস্যজীবীর নাম গৌরহরি মাইতি। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গোসাবার সোনাগাঁও থেকে পাঁচ জনের একটি মৎস্যজীবী দল সুন্দরবনে হাউতি দ্বীপের কাছে জঙ্গলের নদী খাড়িতে গিয়েছিল মাছ-কাঁকড়া ধরতে । জঙ্গল লাগোয়া খালের খাড়িতে নৌকা নোঙর করে যখন তাঁরা কাঁকড়া ধরছিলেন, সেই সময় গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। আচমকাই সেটি ঝাঁপিয়ে পড়ে গৌরহরি মাইতির উপর। তাঁকে টানতে-টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি।