পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর - বাঘ

ফের সুন্দরবনে বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর ৷ রায়দিঘি রেঞ্জের চিতুরির জঙ্গলের খাঁড়িতে কাঁকরা ধরার সময় বাঘের আক্রমণ হয় ৷ ঘটনাস্থানেই প্রাণ হারান গোষ্ঠ নাইয়া নামে ওই মৎস্যজীবী ৷

image
বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর

By

Published : Jun 14, 2020, 1:05 AM IST

রায়দিঘি, 14 জুন: সুন্দরবনে ফের বাঘের আক্রমণ ৷ প্রাণ গেল এক মৎস্যজীবীর ৷ ঘটনাটি সুন্দরবন রায়দিঘি রেঞ্জের চিতুরি জঙ্গলের ৷ আরও ছয় সঙ্গীর সঙ্গে চিতুরি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই যুবক ৷ মৃতের নাম গোষ্ঠ নাইয়া ৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে কুলতলির দেউলবাড়ি গ্রাম থেকে 7 জনের মৎস্যজীবীর একটি দল চিতুরি জঙ্গলের খাঁড়িতে কাঁকড় ধরতে যায় ৷ হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে জঙ্গলে টেনে নিয়ে যায় ৷ সঙ্গীকে বাঁচানোর চেষ্টায় বাঘের পিছনে ধাওয়া করেন বাকি ছয় মৎস্যজীবী ৷ বাকি মৎস্যজীবীদের চিৎকার শুনে গোষ্ঠকে ফেলে গভীর জঙ্গলে ঢুকে যায় বাঘটি ৷

জঙ্গল থেকে আহত গোষ্ঠকে মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁর সঙ্গীরা ৷ গোষ্ঠর মৃতদেহ নিয়ে তাঁরা দেউলবাড়ি ফিরে আসেন ৷ কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ কুলতলি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details