পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Kills Fisherman : নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরতে জঙ্গলে, বাঘের হামলায় প্রাণ গেল মৎস্যজীবীর - fisherman killed in tiger attack in sundarbans

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর ৷ কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হয় ওই মৎস্যজীবীর ৷ নিহত মৎস্যজীবীর মাছ ধরা বা কাঁকড়া ধরার কোনও সরকারি অনুমতি পত্র ছিল না (Fisherman Killed By Tiger Attack) ৷

Fisherman Killed By Tiger Attack
বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

By

Published : May 2, 2022, 10:18 PM IST

সুন্দরবন, 2 মে :প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক মৎস্যজীবী ৷ সুন্দরবন উপকূলীয় থানার সাতজেলিয়ার 10 নম্বর এলাকার বাসিন্দা তিনি ৷ নিহতের নাম কৃষ্ণপদ মণ্ডল (45) ৷ সোমবার সকালে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারান তিনি (Fisherman Killed in Tiger Attack) ৷

বনদফতর সূত্রে খবর, সুন্দরবনের নদীতে বর্তমানে মাছ ও কাঁকড়া ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যদিও সেই নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে ঢুকে পড়ছে বহু মৎস্যজীবী। এর ফলেই ঘটছে এই দুর্ঘটনা । এদিন সাতজেলিয়া থেকে চারজন মৎস্যজীবীর একটি দল সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল । সেই সময় নদীতে ভাঁটা চলছিল । খালের মধ্যে নৌকা নিয়ে কাঁকড়া মারার সরঞ্জাম তৈরির কাজে ব্যস্ত ছিলেন তাঁরা । সেইসময়েই একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবীদলের উপর । কৃষ্ণপদকে কামড়ে টেনে নিয়ে যায় । সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই দক্ষিণরায় কৃষ্ণপদকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে । সঙ্গীরা বাঘের পিছু ধাওয়া করলেও তাঁকে বাঁচাতে পারেনি ৷

আরও পড়ুন:কাঁকড়া ধরার সময় ঝাঁপিয়ে পড়ল বাঘ, গোসাবায় মৃত্যু মৎস্যজীবীর

খবর পেয়ে ঘটনাস্থলে বনদফতরে কর্মীরা এলেও রাত পর্যন্ত নিহত মৎস্যজীবীর দেহ উদ্ধার করতে পারেননি ৷ ওই মৎস্যজীবীর মাছ বা কাঁকড়া ধরার কোনও সরকারি অনুমতি পত্র ছিল না বলে জানানো হয়েছে বনদফতর সূত্রে ৷

ABOUT THE AUTHOR

...view details