গোসাবা, 4 অক্টোবর: বাঘের আক্রমণে এক মৎসজীবীর মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ সোমবার সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে মৃত্যু হয় এই মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম সেলিম মোল্লা(30)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝিলার চিলমারি জঙ্গল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতজেলিয়া চার নম্বর মিত্রবাড়ি এলাকার বাসিন্দা মৎস্যজীবী সেলিম মোল্লা সহ আরও 2 জন মৎস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন দুপুরে ঝিলা নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী সেলিম মোল্লার উপর। আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা নৌকার বৈঠা, লাঠি-সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।