পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Attack in Sundarbans : জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়েছিল বাঘ, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ল মৎস্যজীবীর ঘাড়ে

বাঘের কামড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর (Tiger Attack in Sundarbans) ৷ ঘটনাস্থল সুন্দরবন ঝিলা জঙ্গল লাগোয়া নদীর খাঁড়ি ৷ মৃতের নাম সন্ন্যাসী মণ্ডল (Fisherman Killed Due to Tiger Attack) ৷

Tiger Attack in Sundarbans news
বাঘের কামড়ে মৃত্যু মৎস্যজীবীর

By

Published : May 30, 2022, 1:58 PM IST

সুন্দরবন, 30 মে : ফের সুন্দরবনে বাঘের কামড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃতের নাম সন্ন্যাসী মণ্ডল (45) । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে সুন্দরবন ঝিলা জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে (Fisherman Killed Due to Tiger Attack)। গোসাবা ব্লকের কুমীরমারী গ্রাম পঞ্চায়েতের বুধবারের বাজার সংলগ্ন ঘোষ পাড়ার বাসিন্দা সন্ন্যাসী । পেশায় তিনি একজন মৎস্যজীবী । প্রতিনিয়ত সুন্দরবন জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করেই জীবনজীবিকা নির্বাহ করেন ।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবার সকালে প্রতিবেশী মৎস্যজীবী নিরাঞ্জন জোতদার, বাবু মণ্ডল, ভবতোষ মণ্ডল নামে তিন সঙ্গীকে নিয়ে ডিঙিতে চেপে সুন্দরবনের গভীর জঙ্গলে রওনা দিয়েছিলেন মাছ কাঁকড়া ধরার জন্য । এরপর বিকেল নাগাদ বেশ কিছু মাছ-কাঁকড়া ধরে নদী খাঁড়িতে নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা । রবিবার সকালে ভোরের আলো ফুটতেই নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার জন্য সমস্ত সরঞ্জাম তৈরি করতে থাকেন সন্ন্যাসী ও দলবল । সেই সময় সকলের অলক্ষ্যে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে । ঘাপটি মেরে নদীর পাড়ে বসে শিকারকে টার্গেট করতে থাকে সে ।

আরও পড়ুন :ঘাড়ে কামড় বসিয়ে মহিলা মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ

এদিকে চার মৎস্যজীবী তখন ব্যস্ত কাঁকড়া ধরার জন্য । তাঁরা সকলেই আপনমনে জাল তৈরি করে নদীখাঁড়িতে ফেলছিলেন । গভীর জঙ্গলের দিকে তাঁদের কোনও ভ্রূক্ষেপ ছিল না । তখনই আচমকা নদীখাঁড়ি সংলগ্ন সুন্দরবন জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী সন্ন্যাসীর ঘাড়ের উপর । এরপর তাঁকে টানতে-টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । সেই মুহূর্তে তাঁর সঙ্গীরা লাঠি আর নৌকার বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলেন । দীর্ঘক্ষণ ধরে বাঘটি গর্জন করে শেষমেষ বেগতিক বুঝে বাঘ তার শিকার ফেলে রেখে রণে ভঙ্গ দেয় । পালিয়ে যায় জঙ্গলে ।

সেই সুযোগে সঙ্গী-সাথীরা গুরুতর জখম অবস্থায় আহত মৎস্যজীবীকে নৌকায় তোলেন । দ্রুততার সঙ্গে নৌকার বৈঠা বেয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সন্ন্যাসীকে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ৷

সূত্রের খবর, ওই মৎস্যজীবী দলের কাছে কোনও সরকারি বৈধ অনুমতিপত্র ছিল না । তাঁরা গোপনে সুন্দরবন জঙ্গলে প্রবেশ করেছিল ।

ABOUT THE AUTHOR

...view details