সুন্দরবন, 2 ফেব্রুয়ারি : সুন্দরবনে ফের বাঘের শিকার হলেন এক মত্স্যজীবী (Tiger Attack in Sundarbans) ৷ এই নিয়ে পরপর তিনদিন বাঘের আক্রমণ হল ৷ মঙ্গলবার সকালে বসিরহাট রেঞ্জের বাগনা বিটের অন্তর্গত ঝিলা-4 কম্পার্টমেন্টের জঙ্গলে কাঁকড়া ধরার সময় চিত্ত সরকার নামে ওই মত্স্যজীবীকে বাঘ টেনে নিয়ে যায় ৷ বুধবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ প্রসঙ্গত, রবিবার সকালে ঝিলা-1 কম্পার্টমেন্টের জঙ্গলে কাঁকড়া ধরার সময় অরবিন্দ বিশ্বাস নামে কুমিরমারির বাসিন্দা এক মত্স্যজীবীকে বাঘ টেনে নিয়ে গিয়েছিল ৷ পরে বনকর্মীরা তাঁর দেহ উদ্ধার করে ৷
অন্যদিকে, সোমবার সকালে দক্ষিণ 24 পরগনা বনবিভাগের অন্তর্গত বেনিফেলির জঙ্গলে বাঘের হামলায় গুরুতর জখম হন মত্স্যজীবী শঙ্কর সর্দার ৷ মঙ্গলবার ভোররাতে কুলতিলর বাসিন্দা শঙ্করের হাসপাতালে মৃত্যু হয় ৷ আর মঙ্গলবার সকালের ঘটনায় নিখোঁজ চিত্ত সরকারের বাড়ি গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামের পূর্বপাড়ায় ৷ মঙ্গলবার সকালে ঝিলার-4 নম্বর জঙ্গলের ভাইজোড়া খালের ধারে নেমে কাঁকড়া ধরার সময় হঠাত্ই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ ৷ সঙ্গী সুবল মণ্ডল ও সুব্রত কয়াল তাঁকে ছাড়িয়ে আনার চেষ্টাও করেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু বাঘের শক্তির সামনে দু’জনের চেষ্টা ব্যর্থ হয় ৷