সুন্দরবন, 24 জানুয়ারি:আবারও বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মেচুয়ার জঙ্গলে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 19 জানুয়ারি কাঁকড়া ধরতে নৌকা নিয়ে বেরিয়েছিলেন বাসুদেব । তাঁর সঙ্গে ছিলেন আরও 2 জন মৎস্যজীবী । সোমবার বিকেলে মেচুয়ার জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিল তাঁদের নৌকা । সেই সময় নৌকার পাটাতনের উপর বসেছিলেন বাসুদেব । আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ । বাকি 2 মৎস্যজীবী লাঠিসোঁটা নিয়ে তাড়া করতেই বাসুদেবের দেহ ছেড়ে জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায় । তবে ততক্ষণে সব শেষ ৷
সেই নৌকাতেই ছিলেন বিপ্লব নাইয়া নামে এক মৎস্যজীবী । তিনিই বাঘের আক্রমণের ঘটনার এই বিবরণ দিয়েছেন । তবে জানা গিয়েছে, মেচুয়ার যে জঙ্গলে বাঘ হামলা চালিয়েছে, তা সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে । সেখানে কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না । আর সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়েন কুলতলির বাসিন্দা বাসুদেব বৈদ্য । তাঁর ঘাড়ে আঘাত করে বাঘ । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর (Fisherman Death)।