ক্যানিং, 6 এপ্রিল: মাছ চাষে সুফল ফেরাতে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হল ৷ আর তাই এই প্রকল্পের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনার মাতলা নদী লাগোয়া ক্যানিংকে (Fish farming under utkarsh bangla scheme in canning)। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকাকে এই মাছ চাষের জন্য চিহ্নিতও করা হয়েছে ।
সরকার উৎকর্ষ বাংলার মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে । দক্ষিণ 24 পরগনায় এই মাছ চাষের অগ্রাধিকার দেওয়া হয়েছে । আর তার জন্য বেছে নেওয়া হল ক্যানিংয়ের ডাবু এলাকাকে । এদিন রাজ্য সরকারের প্রতিনিধিরা আসেন এই এলাকায় এবং মাছ চাষের কতটা সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখেন । প্রতিনিধি দলে জেলার অতিরিক্ত মৎস্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং 1 নম্বর ব্লকের বিডিও শুভঙ্কর দাস ও অন্যান্য আধিকারিকরা । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু মাছ চাষের এলাকাকে এখানে চিহ্নিত করা হয়েছে । স্থানীয় বেকার যুবকদের মাছ চাষে উৎসাহিত করে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে । তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মিলবে সমস্ত সাহায্য। আগামী দিনে মাছ উৎপাদনে ভারতবর্ষকে এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য এই উৎকর্ষ বাংলা প্রকল্পের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার ।