গোসাবা (দক্ষিণ 24 পরগনা), 23 মে: বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয় তছনছ হযতে দেখা গিয়েছে সুন্দরবনের ছোট ছোট দ্বীপ-সহ উপকূল অঞ্চলগুলিকে ৷ সেই তালিকায় রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোসাবা ৷ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তছনছ হয়ে যায় টেলি-যোগাযোগ ব্যবস্থা ৷ ফলে উদ্ধারকাজে বেগ পেতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ যোগাযোগের মাধ্যম না থাকায়, উদ্ধার কাজ ও সাহায্য পৌঁছে দিতে সমস্যা হয় ৷ তাই গোসাবার ত্রাতা হয়ে পাশে দাঁড়াল ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব ৷ প্রাকৃতিক দুর্যোগে এলাকার খবর আরও দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে বেসরকারি রেডিয়ো স্টেশন তৈরির কাজ শুরু হল সুন্দরবনে ৷
সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বেসরকারি রেডিয়ো স্টেশন তৈরির উদ্যোগ এই প্রথম ৷ গোসাবার চণ্ডীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে হ্যাম রেডিয়ো ৷ এর ফলে প্রাকৃতিক দুর্যোগে এলাকাবাসীর নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে যথেষ্ট সুবিধা হবে বলে দাবি করেছেন রেডিয়ো স্টেশনের কর্মীরা ৷ সিভিল ডিফেন্সের কর্মী দেবব্রত মণ্ডল বেশ কয়েক মাস আগেই হ্যাম রেডিয়ো সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আসেন ৷ তারপর শুরু হয় হ্যাম রেডিয়ো তৈরির পরিকল্পনা ৷ কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে ওই বেসরকারি রেডিয়ো স্টেশনকে ৷
হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে টেলি-যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে খবরাখবর পাঠাতে সমস্যা হয় ৷ এবার থেকে যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের পর এই রেডিয়ো স্টেশন থেকে দ্রুত খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে বিভিন্ন এলাকায় ৷ এই হ্যাম রেডিয়ো ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের ৷ দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের উদ্যোগে সেই প্রশিক্ষণ দেওয়া হবে ৷