নামখানা, 3 জানুয়ারি :গভীরে রাতে আগুন লাগলনামখানা ব্রিজের নিচে (Fire at Namkhana) ৷ ভস্মীভূত 1টি দোকান ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা থানার উল্টোদিকে অবস্থিত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে (Fire under Namkhana Bridge) । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হঠাৎ করে নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে একটি পাটকাঠির দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা (namkhana news) । প্রচুর পরিমাণে দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ৷ যার জেরে আশেপাশের দোকানগুলি কম বেশি ক্ষতিগ্রস্ত হয় ৷