উস্থি , 3 ফেব্রুয়ারি: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্থি থানা এলাকার হটুগঞ্জ বাজারে (fire breaks out at hatuganj market area of usthi) । বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন গভীর রাতে হটুগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায় । স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানকে । খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।