পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কপিলমুনি মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি বাড়ি

Gangasagar Fire Incident: ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত তিনটি বাড়ি ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে একটি ইঞ্জিন ৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল আধিকারিকরা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 8:09 PM IST

Updated : Dec 12, 2023, 8:16 PM IST

কপিলমুনি মন্দিরের পাশে অগ্নিকাণ্ড

গঙ্গাসাগর, 12 ডিসেম্বর: ভয়াবহ আগুন গঙ্গাসাগরে! অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল তিনটি বাড়ি ৷ 2024-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেলা প্রস্তুতির কাজ। আগামী বছর জানুয়ারির 12 তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা 2024। আর এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো ৷ কিন্তু এরই মধ্যে ঘটল অঘটন ৷

মঙ্গলবার সন্ধ্যাবেলায় দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বিধ্বংসী আগুন দেখতে পান এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাসাগরে 5 নম্বর রাস্তায় স্নান ঘাটের কাছে হঠাৎই একটি বাড়িতে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ৷ পাশাপাশি খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে দমকলের 1টি ইঞ্জিন এসে পৌঁছয়।

তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল আধিকারিকরা। দমকলে প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের মাধ্যমে এই আগুন লেগেছে। দমকল আসার আগে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তিনটি বসতবাড়ি। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা রাবিয়া বিবি বলেন, "হঠাৎ সন্ধ্যাবেলায় দেখি পাশের দেখতে বাড়িতে আগুন লাগে ৷ এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি আগুন নেভানোর জন্য স্থানীয়রা ছুটে আসে এরপর খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 1টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।" গঙ্গাসাগর মেলার আগে এমনই অঘটনে মাথায় চিন্তার ভাজ বাড়িয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের।

আরও পড়ুন:

  1. ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন! আতঙ্কিত যাত্রীরা
  2. মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, উদ্ধার পোড়া 2 দেহ
  3. সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্জিন
Last Updated : Dec 12, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details