পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Financial fraud at Mathurapur: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত - মথুরাপুরের খবর

সরকারি চাকরি (Government Job) দেওয়ার নামে আর্থিক প্রতারণার (Financial fraud at Mathurapur) অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। কলকাতার গড়ফা বাজার এলাকায় তল্লাশি চালিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করে মথুরাপুর থানার পুলিশ । খোঁজ চলছে বাকি দুই অভিযুক্তের ৷

Financial fraud at Mathurapur
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

By

Published : Nov 29, 2021, 12:58 PM IST

ডায়মন্ড হারবার, 29 নভেম্বর: সরকারি চাকরি(Government Job) দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার(Financial fraud at Mathurapur) অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। কলকাতার গড়ফা বাজার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করে মথুরাপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মদন বৈদ্য। তিনি মথুরাপুরের কাঁকপুকুরের বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। অভিযোগকারী সাবিন ছাড়াও একাধিক ব্যক্তির থেকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতায় সে।

ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার দুপুরে ধৃতকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতকে জেরা করে বাকি দুই অভিযুক্ত বাসুদেব বৈদ্য ও শুভেন্দু বৈদ্যের খোঁজ শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। 2019 সালে মথুরাপুর 2 নম্বর ব্লকের নালুয়া অঞ্চলের কাঁকপুকুর গ্রামের বাসিন্দা সাবিন মণ্ডলকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দু’দফায় প্রায় সাড়ে 6 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা মদন বৈদ্য-সহ 3 জনের বিরুদ্ধে। এমনকি চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: ফের মৎসজীবীর উপর বাঘের হামলা সুন্দরবনে

সেই নিয়োগপত্র নিয়ে চাকরি প্রার্থী সাবিন মণ্ডল প্রাইমারি স্কুল বোর্ডে গিয়ে জানতে পারেন লেটারটি ভুয়ো। গোটা ঘটনা জানতে পেরে মদন বৈদ্যের কাছ থেকে টাকা ফেরত চাইলে সাবিনকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই মথুরাপুর থানার দ্বারস্থ হন সাবিন মণ্ডল। অভিযুক্ত মদন বৈদ্য, বাসুদেব বৈদ্য ও শুভেন্দু বৈদ্যের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে অভিযুক্তরা কলকাতার গড়ফা এলাকায় গা ঢাকা দিয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details