পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়ার পরও হেনস্তা ৷ আদালতে পেশ ৷ গোটা ঘটনায় অসুস্থ ওই মহিলা স্বাস্থ্যকর্মী ৷

স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ
স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

By

Published : Jun 4, 2021, 3:19 PM IST

বারুইপুর, 4 জুন : স্পেশাল ট্রেনে রেলকর্মীদের জন্য সংরক্ষিত কম্পার্টমেন্টে উঠে আরপিএফের হাতে হেনস্তার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী । এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ৷

বৃহস্পতিবার সকাল ন'টা দশ মিনিটে বারুইপুর থেকে শিয়ালদহগামী স্পেশাল ট্রেনে উঠেছিলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং স্টাফ তনুশ্রী চৌধুরী । বারুইপুরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তনুশ্রীদেবীর অভিযোগ, ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি রেলকর্মীদের জন্য সংরক্ষিত কম্পার্টমেন্টে উঠে পড়েন । এরপর তাঁকে আরপিএফের এক কর্মী হেনস্তা করেন ৷ তিনি তাঁর আই কার্ড দেখিয়ে ভুল স্বীকার করেন ৷ তার পরও সোনারপুর প্ল্যাটফর্মে মহিলা আরপিএফ কর্মীরা তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে সোনারপুর আরপিএফের অফিসে নিয়ে যান ৷

তনুশ্রীদেবীর অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয় এবং পরবর্তীতে তাঁকে শিয়ালদহ আদালতে তোলা হয় ৷ তিনি একজন স্বাস্থ্যকর্মী এবং তিনি ভুল করে ওই কম্পার্টমেন্টে উঠেছেন জানানোর পরেও তাঁকে মানসিক চাপ দিয়ে জোর করে বয়ান লিখতে বলা হয় । বিকেলে তিনি শিয়ালদহ আদালত থেকে 700 টাকার বন্ডে জামিন পান । তার পরে তিনি এনআরএস হাসপাতালে গিয়ে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা ঘটনার কথা জানান ।

স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

ওই স্বাস্থ্যকর্মীর অভিযোগ, তাঁর আই কার্ড পর্যন্ত আরপিএফ সোনারপুরের অফিসে আটকে রাখা হয়েছিল । সন্ধ্যায় ফিরে তিনি সেই আই কার্ড সংগ্রহ করেন । ওই স্বাস্থ্যকর্মী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে রাতে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ সোনারপুর জিআরপি-তে অভিযোগ করতে গেলে তাঁর অভিযোগ নেওয়া হয়নি বলে তনুশ্রীদেবী দাবি করেছেন ।

আরও পড়ুন :পাচারের আগেই হাসনাবাদে উদ্ধার বিরল প্রজাতির লরিস, টার্কি ও ম্যাকাও

স্বাস্থ্যকর্মীর স্বামী হাওড়া পুলিশ কমিশনারেটে কর্মরত । এমনকী, তাঁর সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি । তিনি সোনারপুর আরপিএফের ওই কর্মীর শাস্তির দাবি জানিয়েছেন । আজ শিয়ালদহ আরপিএফে তাঁরা অভিযোগ করবেন । স্বাস্থ্য দফতরেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মী ও তাঁর স্বামী ।

ABOUT THE AUTHOR

...view details