পাথরপ্রতিমা, ৬ মার্চ : বিষ খেয়েছে মেয়ে। শোকে বিষ খেল বাবাও। পরে হাসপাতালে নিয়ে গেলে প্রথমে মৃত্যু হয় বাবা অমল দাসের। পরে মৃত্যু হয় মেয়ে প্রভাতির। ঘটনাটি পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেবীরচক এলাকার।
বিষ খেয়েছে মেয়ে, শোকে আত্মঘাতী বাবাও - পাথরপ্রতিমা
বিষ খেয়েছে মেয়ে। শোকে বিষ খেয়ে আত্মঘাতী বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমল দাস পেশায় কৃষিজীবী। প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করত। গতকাল শিবরাত্রি উপলক্ষ্যে মেলায় যাওয়ার জন্য অমল বাবুর কাছ থেকে টাকা চায় মেয়ে প্রভাতি। কিন্তু সেইসময় টাকা না দিয়ে মেয়েকে গালিগালাজ শুরু করে তিনি। অপমান সহ্য করতে না পেরে ধানের জমির কীটনাশক খায় ওই কিশোরি। মেয়েকে বিষ খেয়ে ছটফট করতে দেখে দুঃখে অমলবাবুও বিষ খেয়ে নেন। পরে তাঁদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আজ ভোরে অমলবাবু ও সকালের দিকে মেয়ে প্রভাতির মৃত্যু হয়।
ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।