পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের টাকা জোগাতে 5 বছরের মেয়েকে বিক্রি করেছিল বাবা - father sells minor daughter

মদের টাকা জোগাতে 5 হাজার টাকার বিনিময়ে 5 বছরের মেয়েকে বিক্রি করল মত্ত বাবা ৷ আপাতত পুলিশি হেফাজতে অভিযুক্ত বাবা ৷

মদের টাকা জোগাতে 5 বছরের মেয়েকে বিক্রি করেছিল বাবা
মদের টাকা জোগাতে 5 বছরের মেয়েকে বিক্রি করেছিল বাবা

By

Published : Jun 16, 2021, 10:32 AM IST

বিষ্ণুপুর, 16 জুন : 5 বছরের মেয়েকে বিক্রি করার অভিযোগ উঠল মত্ত বাবার বিরুদ্ধে ৷ মদ্যপ স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন স্ত্রী রমজানা বিবি ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার চণ্ডীগ্রামে ৷ মদের টাকা ও ঘর ভাড়া বাবদ 5 হাজার টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করার অভিযোগ ওঠে ৷ পুলিশি হেফাজতে মত্ত বাবা ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দর্জি আলতাব মোল্লা, বানেশ্বরপুরের বাসিন্দা ৷ বছর 16 আগে রমজানা বিবির সঙ্গে বিয়ে করে বিষ্ণুপুরে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে আলতাব ৷ তাদের রয়েছে 2 ছেলে ও 1 মেয়ে ৷ দর্জির কাজ করেই স্বাচ্ছন্দ্যে কাটছিল আলতাবের পরিবারের ৷ কিন্তু বেশ কিছু দিন হল কাজ বন্ধ করে দেয় আলতাব ৷ শুরু করে মদ্যপান ৷ মদের টাকা জোগাতে স্ত্রীকে মারধর করতে শুরু করে ৷ টাকা জোগাতে স্ত্রী বাড়ি বাড়ি পরিচারিকার কাজে যোগ দেন ৷ আলতাবের চাহিদা বাড়তে থাকে এবং প্রতি সন্ধ্যে বেলায় মদ খেয়ে ঘরে এসে স্ত্রীকে মারধর করতে থাকে ৷

আরও পড়ুন : দেনা মেটাতে আড়াই বছরের মেয়েকে বিক্রি করছিলেন বাবা, উদ্ধারে দাদু

স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে চণ্ডীগ্রাম ছেড়ে পৈলানে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে ৷ দুই ছেলে ও মেয়েকে নিয়ে নিজের কাছে রাখতে চায় রমজানা ৷ কিন্তু আলতাব নিয়ে যেতে দেয়নি ৷ বরং রমজানাকে মারধর করে তাড়িয়ে দেয় ৷ বড় ছেলে তার প্রতিবাদ করায়, জোটে গরম খুন্তির ছ্যাঁকা, গলায় ফাঁস লাগিয়ে দেয় ৷ তারপর স্থানীয়দের চেষ্টায় প্রাণ বাঁচিয়ে মায়ের কাছে চলে যায় বড় ছেলে ৷

আলতাবের কাছে থাকতে শুরু করে মেজো ছেলে ও ছোটো মেয়ে ৷ পরে আরও একবার রমজানা এসে মেজো ছেলেকে নিজের কাছে নিয়ে যায় ৷ মেয়েকে মায়ের কাছে রাখতে বাঁধা দেয় আলতাব ৷ মেয়েকে রেখেই চলে আসে রমজানা ৷ পকেটে মদের টাকার টান পড়ায় এবং ঘরভাড়ার টাকা না দিতে পারায় মেয়েকে 5 হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় আলতাব ৷ রবিবার রমজানা মেয়েকে দেখতে গেলে স্থানীয়দের কাছে এমনটাই জানতে পারে ৷ পরে মেয়েকে খোঁজ পেলেও নিয়ে আসতে পারেননি রমজানা ৷

অবশেষে গতকাল রাতে তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ আজ সকালে পুলিশ আলতাবকে আটক করে, চলছে জিজ্ঞাসাবাদ ৷

ABOUT THE AUTHOR

...view details