বিষ্ণুপুর, 16 জুন : 5 বছরের মেয়েকে বিক্রি করার অভিযোগ উঠল মত্ত বাবার বিরুদ্ধে ৷ মদ্যপ স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন স্ত্রী রমজানা বিবি ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার চণ্ডীগ্রামে ৷ মদের টাকা ও ঘর ভাড়া বাবদ 5 হাজার টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করার অভিযোগ ওঠে ৷ পুলিশি হেফাজতে মত্ত বাবা ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দর্জি আলতাব মোল্লা, বানেশ্বরপুরের বাসিন্দা ৷ বছর 16 আগে রমজানা বিবির সঙ্গে বিয়ে করে বিষ্ণুপুরে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে আলতাব ৷ তাদের রয়েছে 2 ছেলে ও 1 মেয়ে ৷ দর্জির কাজ করেই স্বাচ্ছন্দ্যে কাটছিল আলতাবের পরিবারের ৷ কিন্তু বেশ কিছু দিন হল কাজ বন্ধ করে দেয় আলতাব ৷ শুরু করে মদ্যপান ৷ মদের টাকা জোগাতে স্ত্রীকে মারধর করতে শুরু করে ৷ টাকা জোগাতে স্ত্রী বাড়ি বাড়ি পরিচারিকার কাজে যোগ দেন ৷ আলতাবের চাহিদা বাড়তে থাকে এবং প্রতি সন্ধ্যে বেলায় মদ খেয়ে ঘরে এসে স্ত্রীকে মারধর করতে থাকে ৷
আরও পড়ুন : দেনা মেটাতে আড়াই বছরের মেয়েকে বিক্রি করছিলেন বাবা, উদ্ধারে দাদু