পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুনের তদন্তে পুলিশের উপর আস্থা প্রকাশ নিহত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাবার - Joynagar TMC Leader Murder Case

Joynagar TMC Leader Murder Case: গত সোমবার ভোরে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর ৷ সেই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ৷ তাই পুলিশি তদন্তে আস্থা প্রকাশ করেছেন সইফুদ্দিনের বাবা ৷

Joynagar TMC Leader Murder Case
Joynagar TMC Leader Murder Case

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:40 PM IST

Updated : Nov 18, 2023, 7:38 PM IST

খুনের তদন্তে পুলিশের উপর আস্থা প্রকাশ নিহত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাবার

জয়নগর (দক্ষিণ 24 পরগনা), 18 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের নেতা খুনে এখনও পর্যন্ত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাই পুলিশি তদন্তের উপর আস্থা প্রকাশ করেছেন নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাবা ৷ ইলিয়াস লস্কর নামে ওই ব্যক্তি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন ৷

গত সোমবার ভোরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সইফুদ্দিন লস্কর ৷ সেই ঘটনার পর থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন সিপিএম নেতাও রয়েছেন ৷ এখনও তদন্ত চলছে ৷

এই নিয়ে শনিবার সইফুদ্দিনের বাবা ইলিয়াস লস্কর বলেন, ‘‘পুলিশ ভালো কাজ করছে । পুলিশের উপর আস্থা রয়েছে ৷ আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন । ফাঁসি চাই ৷’’

একই কথা শোনা গিয়েছে বামনগাছি অঞ্চলের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি মেহতাব উদ্দিন লস্কর গলাতেও ৷ তিনি বলেন, ‘‘পুলিশের উপর আস্থা রয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করুক । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন । গ্রামবাসীদের পক্ষ থেকে এই আবেদন করছি প্রশাসনের কাছে ।’’

তবে পরিবারের অন্য একটি অংশ আবার সিবিআই তদন্তের দাবি তুলেছে ৷ অন্যদিকে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুন হওয়ার সাহাবুদ্দিন লস্কর নামে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয় ৷ তিনি খুনের ঘটনায় অভিযুক্ত বলে সন্দেহ করেই পিটিয়ে মেরে ফেলা হয় ৷ তাছাড়া এলাকার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ৷ যাঁদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলি মূলত সিপিএম সমর্থকদের বলে জানা গিয়েছে ৷ সেই ঘটনার তদন্তে অগ্রগতি কতদূর হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

আরও পড়ুন:

রদলদল! তৃণমূল নেতা খুনের ঘটনায় সরানো হল জয়নগর থানার ওসিকে

'বড়ভাই'য়ের নির্দেশে সুপারি, গুলি চালিয়েছে সাহাবুদ্দিন; দাবি জয়নগর-কাণ্ডে ধৃত শাহরুলের

Last Updated : Nov 18, 2023, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details