পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিন মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মেশানোর অভিযোগ বাবার বিরুদ্ধে, মৃত এক ! - ঠাণ্ডা পানীয়

Father is Accused of Trying to Kill 3 Girls: পরিবার সূত্রে জানা গিয়েছে, আমিন সরদারের তিনটি কন্যা সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার বিকেল নাগাদ আমিন সরদার তার তিন মেয়েকে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় দোকান থেকে একটি ঠান্ডা পানীয়ের বোতলও কিনে আনে সে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:43 PM IST

Updated : Nov 18, 2023, 7:32 PM IST

ক্যানিং, 18 নভেম্বর: তিন মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ছোট মেয়ে আচিনা সরদারের (12)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুঝাঁকা এলাকায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আমিন সরদারের তিনটি কন্যা সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার বিকেল নাগাদ আমিন সরদার তার তিন মেয়েকে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় দোকান থেকে একটি ঠান্ডা পানীয়ের বোতলও কিনে আনে সে। এরপর সেই ঠাণ্ডা পানীয়ের সঙ্গেই বিষ মিশিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ।

এরপরই অসুস্থ হয়ে পড়ে আয়েশা সরদার, রাবিয়া সরদার ও আচিনা সরদার। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় এরপর কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই ওইদিন রাতেই মৃত্যু হয়েছে ছোট মেয়ে আচিনার। ঘটনার খবর পেয়ে অভিযুক্ত বাবাকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ ৷ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, পুলিশের কাছে অভিযোগ স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত আমিন সরদার। পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে, অর্থিক অবস্থা খারাপ থাকায় চার কন্যাসন্তাকে নিয়ে সে চাপের মধ্যে ছিল। আর চাপ থেকেই সে এমন কাজ করেছে। গত 10 নভেম্বর ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে সে চার মেয়েকে খাওয়াতে যায়। এক মেয়ে তা খায়নি বলে দাবি করেছে অভিযুক্ত ৷ বাকি তিন সন্তান ওই ঠান্ডা পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে এক জনের মৃত্যুও হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কেন তিনি এমন কাজ করলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

অভিযুক্ত পুলিশের কাছে দোষ স্বীকার করেছে। তবে গোপন সূত্রে পুলিশের কাছে এও খবর এসেছে যে, স্ত্রী'র সঙ্গে ঝগড়া হয়েছিল আমিনের। তাই কন্যা সন্তানদের বিষপান করায় অভিযুক্ত। ক্যানিং থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরই তারা কন্যা সন্তানদের নিয়ে সচেতনতা কর্মসূচি করে। কিন্তু ওই গ্রামে কোনও দিন করা হয়নি। তবে এবছর থেকে তারা এই কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন

বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়

খুনের তদন্তে পুলিশের উপর আস্থা প্রকাশ নিহত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাবার

Last Updated : Nov 18, 2023, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details