রায়দিঘি, 25 জুন:পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটিতে কঠিন লড়াই শ্বশুর-জামাইয়ের। চরম অস্বস্তিতে বিজেপি প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী। রায়দিঘিতে পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শ্বশুর-জামাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা। রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ঘেরীগ্রামের 273 নম্বর বুথটি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সিপিএমের শক্ত ঘাঁটি। 45 বছর ধরে আজও ওই বুথে সিপিএমকে হারাতে পারেনি কেউ। বর্তমানে ভোটের রসায়ন অন্যরকম হওয়ায় ওই 273 নম্বর বুথটিতে এখন কঠিন লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামাই সুষেনজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর শ্বশুর ভারতীয় জনতা পার্টির প্রার্থী 3 নম্বর ঘেরীর 276 নম্বর বুথের বাসিন্দা পালান পাইকের।
শ্বশুর পালান পাইক সিপিএম জামানায় নন্দকুমার পৌর গ্রাম পঞ্চায়েতের দু'বারের প্রাক্তন প্রধান। তবে বর্তমান শাসকদলের অন্যায় অত্যাচার দেখে, আর সিপিএম দলের কোনও আন্দোলন নেই দেখে, বিজেপিতে তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। এই বিজেপি প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী হওয়ার সুবাদে পড়েছেন চরম বিভ্রান্তিতে। তবে শ্বশুর জানিয়েছেন, এ লড়াই জামাইয়ের বিরুদ্ধে নয় ৷ এই লড়াই হচ্ছে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই।