গোসাবা, 3 জুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আপাতত 238 ৷ জখম প্রায় 900 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এর মধ্যে থেকে বেঁচে ফিরলেন রাজ্যের দুই যাত্রী সইদুল মোল্লা ও পারুল মোল্লা ৷ তাঁরা দু'জনেই গুরুতর আহত অবস্থায় দক্ষিণ 24 পরগনার হাসপাতালে চিকিৎসাধীন ৷ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন বাসন্তী থানার অন্তর্গত লেবুখালি এলাকার একই পরিবারের দু'জন ৷
সইদুল মোল্লা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কোনওরকমে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ৷ তিনি বললেন, "শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলাম ৷ আটটা বগির পরের বগিতে ছিলাম ৷" তিনি জানান, শৌচালয়ে ঢুকেছেন সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে ৷ কোনওরকমে ধাক্কা মেরে ওই শৌচালয়ের দরজা খুলে বেরিয়ে আসেন সইদুল ৷ ওই বগিতে থাকা মাত্র চারজন বেঁচে ফিরেছেন ৷ সইদুলের পুত্রবধূ পারুলের গায়ের উপর চারজন পড়ে গিয়েছিলেন ৷ সেই মৃতদেহগুলি সরিয়ে তাঁর পুত্রবধূকে টেনে বের করেন সইদুল ৷ তাঁর একটাই কামনা, এমন মর্মান্তিক ঘটনা যেন আর তাঁর জীবনে ফিরে না-আসে ৷