উস্তি, 5 মার্চ:ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা ৷ ধৃতের নাম রফিকুল শেখ ৷ অভিযোগ, ছেলেকে শ্বাসরোধ করে খুন করে ধান ক্ষেতে পুঁতে দিয়েছিলেন ওই ব্যক্তি ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি থানার দেউলা নাজরার ডোম পাড়া এলাকার । মৃত শিশুর নাম রোহিত শেখ (7)।
জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ওই বালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করে রফিকুল জানায়, ধান ক্ষেতে শ্বাসরোধ করে খুনের পর সে পুঁতে দিয়েছেন ছেলেকে । আর এই এক ফোনেই যেন আকাশ ভেঙে পড়ে বালকটির পরিবারের মাথার উপর । নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে পুঁতে দিয়ে এলাকা থেকে গা ঢাকা দেয় ওই ব্যক্তি (Father ran away after kill and burying own son) ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেউলা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ পেশায় ভ্যানচালক । শনিবার সন্ধ্যায় তাঁর নিজের ছেলেকে গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সে । এর পর ধান জমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায় । এরপর পরিবারের এক নিকট আত্মীয়কে ফোন করে অভিযুক্ত রফিকুল শেখ জানায়, সে ছেলেকে খুন করে ধান জমিতে পুঁতে দিয়েছে । এরপর পরিবারের লোকজন ধান জমি থেকে সাত বছরের রোহিত শেখের দেহ উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, মৃত রোহিত শেখের দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় উস্তি থানার পুলিশ । তবে কী কারণে ছেলেকে নৃশংসভাবে খুন করল ওই ব্যক্তি তা জানা যায়নি ৷