ডায়মন্ড হারবার, 31 মে :জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরা হল না পুলিশ আধিকারিক সমীর দাসের ৷ ডায়মন্ড হারবার থানায় কর্মরত এএসআই-য়ের আকস্মিক মৃত্যুতে স্বভাবতই শোকস্তব্ধ পরিববারের লোকজন ৷ এদিকে নিহত এএসআই-য়ের স্ত্রী শুক্লা দেবীর আশঙ্কা, তাঁর স্বামী দুর্ঘটনায় নয়, বরং এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে (Family suspect conspiracy behind the death of ASI in Diamond Harbour) ৷
ডায়মন্ড হারবার থানায় কর্মরত এএসআই সমীর দাসের মৃতদেহ সম্প্রতি উদ্ধার হয় উত্তর 24 পরগনার একটি পেট্রল পাম্প থেকে । শুরু থেকেই এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে তাঁর পরিবার । মৃত সমীর দাসের আদি বাড়ি হাওড়া শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে । স্ত্রী শুক্লা দেবী জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনার খবর আসে তাদের কাছে । তবে তাঁর সন্দেহ এই দুর্ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে । কেননা তাঁর স্বামীর ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা কোনওভাবেই অ্যাক্সিডেন্ট হতে পারে না ৷ একইসঙ্গে যে পেট্রল পাম্পে ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি না থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি । ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে লোকজন রওনা দিয়েছেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে ।