পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chandrayaan-3: অল্টিমিটার দলে ছেলে, চন্দ্রযানের ‘অনন্য’ সাফল্যে উচ্ছ্বসিত পরিবার - সাফল্যে উচ্ছ্বসিত পরিবার

মাধ্যমিক প্রথম হয়েছিলেন । ছোট থেকেই ঝোঁক ছিল স্পেস সায়েন্সের প্রতি । উচ্চমাধ্যমিকের পর আইআইটি পরীক্ষায় উত্তীর্ণ হন অনন্য রায় । 2012 সালে ইসরোতে যোগ দেয় । ইসরো হায়দরাবাদ অফিসে কাজ শুরু করেন ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 5:35 PM IST

কলকাতা, 26 অগস্ট: ইতিহাস গড়েছে চন্দ্রযান-3 ৷ চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান ৷ গোটা বিশ্বে জয়জয়কার ভারতের । সেই ঐতিহাসিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একগুচ্ছ বঙ্গসন্তান । সেই তালিকায় এবার নতুন নাম দক্ষিণ 24 পরগনার বাগুই এলাকার বাসিন্দা বছর 32-এর যুবক অনন্য রায় ।

বিশ্বের কাছে দেশের নাম উজ্জ্বল করেছে এই কর্মকাণ্ড ৷ অনন্যর বাবা চিকিৎসক প্রদ্যুৎ কুমার রায় জানাচ্ছেন, শুধু ছেলের সাফল্যে নয়, ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার । প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হিন্দু স্কুলে । মাধ্যমিক প্রথম হয়েছিলেন । ছোট থেকেই স্পেস সায়েন্সের প্রতি তাঁর আকর্ষণ ছিল। উচ্চমাধ্যমিকের পর আইআইটি পরীক্ষায় উত্তীর্ণ হন অনন্য রায় ।

বাবা প্রদ্যুৎ রায়ের কথায়, " বাইরে থেকে দেখে বুঝবেন না কেউ । সারাদিন বইয়ের পাতায় বা কম্পিউটারের পর্দায় মুখ গুঁজে থাকতে দেখিনি। অসাধারণ ক্লাসিক্যাল গানও গাইতে পারে অনন্য। খেতেও খুব ভালোবাসেন । পাড়া, স্কুলে অসংখ্য বন্ধু ছিল, আড্ডা দিত । তবে এত কিছুর মধ্যেও অনন্য লক্ষ্যে অবিচল ছিল । আইআইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায়নি ৷ পড়াশোনা শুরু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে । সেখান থেকেই 2012 সালে ইসরোতে যোগ দেয় । ইসরো হায়দরাবাদ অফিসে কাজ শুরু করে ।"

প্রদ্যুত বাবু জানাচ্ছেন, আন্টার্টিকায় একটি গবেষণায় দীর্ঘদিন যুক্ত ছিলেন অনন্য ৷ পরে দেশে ফিরে চন্দ্রযান-2 এর টিমেও ছিলেন । এবার চন্দ্রযান-3 ছাড়ার পরে কথা হয়েছে । প্রথম থেকেই সফলতা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন অনন্য । বাবা প্রদ্যুৎ রায় বলেন, " সফলভাবে ল্যান্ড হওয়ার পরও আমাদের সঙ্গে কিছু সময়ের জন্য কথা হয়েছিল । আবেগ-উচ্ছ্বাস দু’জনের কেউই ধরে রাখতে পারিনি ।"

এবার অনন্য ছিলেন ল্যান্ডার অল্টিমিটার টিমে । যথেষ্ট গুরুত্বপূর্ণ ওর কাজ । ছেলের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ।

আরও পড়ুন: বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির

ABOUT THE AUTHOR

...view details