বজবজ, 12মে :সাতগাছিয়া বিধানসভা অমানবিকতার নজির গড়ল করোনায় মৃত্যু হওয়া এক ব্যক্তির পরিবারের লোকজন । সাতগাছিয়া বিধানসভা বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত চড়ারায়পুরের বাসিন্দার সঞ্জয় ভক্তর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমতলার সেফ হোমে ৷ খবর পেয়েই পালিয়ে যায় পরিবাবের সদস্যরা ৷ সেফ হোমেই দেহ পড়ে থাকে 48 ঘণ্টা ৷
করোনা আক্রান্ত হয়ে আমতলার সেফ হোমে ছিলেন সঞ্জয় ভক্ত ৷ সেখানেই সোমবার মৃত্যু হয়ে তার ৷ মৃত্যুর 48 ঘণ্টা কেটে গেলেও দেখা মেলেনি মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের ৷ অবশেষে বজবজ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বজবজ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বজবজ কালীবাড়ি চিত্র গঞ্জ শ্মশানে তার দেহ সতকার করা হয় রাত 2টো নাগাদ ।