সোনারপুর, 6 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চারদিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের দু'জন ব্যক্তির ৷ তার জেরেই প্রশাসনের উপর ক্ষোভ সোনারপুরের নিখোঁজ দুই যুবকের পরিবারের ।
বাড়ির গয়না বন্ধক দিয়ে, স্থানীয়দের থেকে আর্থিক সাহায্য নিয়ে দুই পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছেলের খোঁজ করেছেন । কিন্তু তাতেও এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি । এর মধ্যে একজন অক্ষয় মিস্ত্রি ও অন্যজন দীপঙ্কর মণ্ডল । ক্ষোভের বিষয়টি জানতে পেরেই সোমবার রাতে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এই দুই পরিবারের সঙ্গে দেখা করতে যান ।
বিধায়কের সামনে কখনও কান্নায় তো কখনও আবার ক্ষোভে ফেটে পড়লেন নিখোঁজ যুবকদ্বয়ের পরিবার । তাঁদের বক্তব্য, সরকারের আর্থিক সাহায্য তাদের প্রয়োজন নেই । দরকার বাড়ির ছেলের খোঁজ । যে কোনওভাবেই হোক জীবিত বা মৃত তাদের ছেলের খোঁজ এনে দেওয়া হোক ।