বাসন্তী, 18 জুন : জমি বিবাদ নিয়ে সংঘর্ষ । আহত চার । দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার পানখালির ঘটনা । আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি ।
পানখালিতে জমি বিবাদের জেরে আহত চার - TMC
আজ়িজুল বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী । তাঁর ভাইরা যুব তৃণমূলের কর্মী । ঘটনাটি পারিবারিক সংঘর্ষ হলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে করছে বিরোধীরা ।
বেশ কিছুদিন ধরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল আজিজুল ও তাঁর পরিবারের । তিনি পানখালির বাসিন্দা । অভিযোগ, তাঁর খুড়তুতো ভাই হাবিবুল্লা, শফিক , ফেরদৌস জোর করে আজ়িজুলের জমি দখলের চেষ্টা করছিলেন । গতকাল সকালে ঘর মেরামত করার সময় আজ়িজুলের ভাইরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ । এই বিষয়ে গতকাল সন্ধেয় বাসন্তী থানায় তাঁর ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আজ়িজুল ।
আজ়িজুল বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী । তাঁর ভাইরা যুব তৃণমূলের কর্মী । ঘটনাটি পারিবারিক সংঘর্ষ হলেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই দাবি বিরোধীদের ।