ডায়মন্ডহারবার, 13 ডিসেম্বর : ডায়মন্ডহারবারের এসডিও’র নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট (Fake Social Media Account) ৷ আর সেই ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে লোকজনের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল ৷ এই ঘটনা সামনে আসতেই তদন্তে নেমেছে প্রশাসন ৷ রাজ্য পুলিশের সাইবার শাখার আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন ৷
রবিবার দুপুরে বিষয়টি সামনে আসে ৷ মহকুমা শাসকের দফতরে গিয়ে, লোকজন তাঁর কাছে ফেসবুক থেকে টাকা চাওয়ার বিষয়টি জানতে চান ৷ সকলের কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন মহকুমা শাসক সুকান্ত সাহা ৷ তিনি জানিয়ে দেন, কোনও নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তিনি খোলেননি (Fake Social Media Account of Diamond Harbour SDO) ৷ এমনকি টাকাও চাননি কারও থেকে ৷ এর পরেই তিনি রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেন ৷ মহকুমা শাসকের কাছ থেকে অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে সাইবার অপরাধ শাখার তদন্তকারীরা ৷
পুলিশ সূত্রে খবর, ডায়মন্ডহারবারের মহকুমা শাসকের নামে খোলা ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মোট 6 জনের কাছে টাকা চাওয়া হয়েছিল ৷ আর সবার কাছ থেকেই 5 বা 10 হাজার টাকা করে চাওয়া হয়েছে ৷