বারুইপুর, 14 এপ্রিল: কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে নাবালিকাকে অপহরণ করে গা ঢাকা দিয়েছিল এক যুবক (Fake professor arrested for kidnapping minor)। বারুইপুর মহিলা পুলিশের তৎপরতায় উদ্ধার হল সেই নাবালিকা ছাত্রী । গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভুয়ো অধ্যাপককে । ঘটনাটি ঘটেছে বারুইপুরের রামনগর 2 গ্রাম পঞ্চায়েতে (South 24 parganas news)।
গত বৃহস্পতিবার মেয়ের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন, মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না । তাঁরা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাঁরা পুলিশকে জানান, ওই যুবকের নাম পলাশপ্রতিম বৈদ্য । পলাশ নিজেকে একটি কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে তাঁদের কাছ থেকে মেয়ের পড়াশোনার জন্য টাকা আদায় করছিল । শুধু তাই নয়, কাউকে কিছু বললে ক্ষতি হতে পারে বলে পলাশপ্রতিম হুমকিও দিয়েছিল বলে অভিযোগ ।