পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ সেজে প্রতারণা, গ্রেপ্তার 4 - রশিদ মুনির খান

পুলিশ সেজে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার চারজন ৷ শংকর ও তার দল এক জায়গা থেকে 2 লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ সূত্র মারফত এই খবর পেয়ে পুলিশ VIP ধাবায় রেড করে পুরো দলটিকে ধরে ৷ তাদের কাছ থেকে 17 হাজার টাকা, পাঁচটি মোবাইল ও গাঁজা উদ্ধার হয়েছে ৷

পুলিশ সেজে প্রতারণা

By

Published : Oct 23, 2019, 1:35 PM IST

সোনারপুর, 23 অক্টোবর : পুলিশ সেজে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার চারজন ৷ ধৃতদের মধ্যে একজন এক্সাইজ় ডিপার্টমেন্টের প্রাক্তন আধিকারিক ৷ তাঁর নাম শংকরপ্রসাদ নন্দী ৷ এই প্রতারণার কাজে তাঁর সঙ্গে যুক্ত ছিল সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরূপ মিত্র ৷ প্রত্যেকের বাড়িই যাদবপুর থানা এলাকায় ৷

সোমবার রাতে VIP ধাবা থেকে এদেরকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ ৷ ধৃতদের গতকাল বারুইপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, শংকরপ্রসাদ নন্দী এই চক্রের মূল মাথা ৷ তিনিই বাকিদের নিয়ে বিভিন্ন এলাকায় জুয়া ও সাট্টার ঠেক থেকে পুলিশ সেজে টাকা তুলতেন ৷ নিয়মিত মাসোহারাও নিতেন ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, জানুয়ারি মাস থেকে তারা এই কাজে লিপ্ত ছিলেন ৷ শুধু টাকা তোলা বা মাসোহারা নেওয়াই নয়, বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে ফের অন্যত্র বিক্রি করে সেখান থেকেও টাকা আয় করত ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানান, শংকর ও তার দল এক জায়গা থেকে 2 লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ সূত্র মারফত এই খবর পেয়ে পুলিশ VIP ধাবায় রেড করে পুরো দলটিকে ধরে ৷ তাদের কাছ থেকে 17 হাজার টাকা, পাঁচটি মোবাইল ও গাঁজা উদ্ধার হয়েছে ৷ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details