পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়নগরে উদ্ধার প্রচুর নকল সার-কীটনাশক, ধৃত 1 - জয়নগরে নকল সার ও কীটনাশক উদ্ধার

মুম্বইয়ের সার প্রস্তুতকারী সংস্থার অভিযোগ পেয়ে জয়নগর থানার বাংলার মোড়ের একটি দোকান থেকে প্রচুর নকল সার ও কীটনাশক উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে বৃহস্পতিবারই বারুইপুর আদালতে তোলা হয়েছে ৷ এই নকল সার কোথা থেকে কেনা হত এবং কোথায় বিক্রি করা হত তা জানতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ৷

জয়নগরে উদ্ধার প্রচুর নকল সার ও কীটনাশক ৷
জয়নগরে উদ্ধার প্রচুর নকল সার ও কীটনাশক ৷

By

Published : Apr 29, 2021, 5:56 PM IST

জয়নগর, 29 এপ্রিল: একটি সার প্রস্তুতকারী কোম্পানির অভিযোগের ভিত্তিতে বাংলার মোড় এলাকা থেকে একটি সার দোকান থেকে প্রচুর নকল কীটনাশক ও সার উদ্ধার করল জয়নগর থানার পুলিশ । অভিযান চালিয়ে এদিন বাংলার মোড়ের একটি দোকান থেকে প্রচুর নকল সার ও কীটনাশক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃত ব্যক্তির নাম সামসু দোহা সাফুই ৷ বাড়ি জয়নগর থানার পদ্মের হাট সাফুইপাড়ায় । ধৃত এই সার এবং কীটনাশক কোথা থেকে কিনত এবং কোথায় সরবরাহ করত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হবে ।

জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ের এফএমসি নামে একটি সার কোম্পানি জয়নগর থানায় অভিযোগ করে যে, তাদের তৈরি সার এবং কীটনাশক নকল করে জয়নগর এলাকার একটি দোকান থেকে বিক্রি করা হচ্ছে এবং তার ফলে তাদের ব্যবসার একদিকে যেমন সুনাম নষ্ট হচ্ছে অপরদিকে ব্যবসার ক্ষতিও হচ্ছে । এই অভিযোগ পাওয়ার পরই অভিযান চালায় পুলিশ ৷

জয়নগরে উদ্ধার প্রচুর নকল সার ও কীটনাশক ৷

পুলিশ জানায়, সার প্রস্তুতকারী সংস্থার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযান চালায় জয়নগর থানার পুলিশ ৷ তাতেই নকল সার ও কীটনাশক-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাকে এদিন আদালতে তোলা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১

ABOUT THE AUTHOR

...view details