সুন্দরবন, 14 মে: শক্তি বাড়িয়ে উপকূলের উপর দিয়ে বইছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা ৷ ইতিমধ্যে মোকা বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে ৷ এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন দ্বীপে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে ৷ ভারতের আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ৷ এটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে ৷ দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে ৷ রবিবার দুপুরে স্থলভাগের উপর আছড়ে পড়ার কথা মোকার ৷
এর পরোক্ষ প্রভাব পড়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে ৷ বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ সরাসরি প্রভাব না-পড়লেও সতর্ক রয়েছে বাংলা ৷ 'মোকা' মোকাবিলায় প্রস্তুত প্রশাসন ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
সোমবার পর্যন্ত পর্যটকরা সমুদ্রে যেতে পারবেন না ৷ রাজ্যের উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ ৷ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ একই সঙ্গে সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ফিরবে তাপপ্রবাহের পরিস্থিতি ৷