পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mocha Effect in Sunderban: বাংলাদেশের কক্সবাজার অতিক্রম করছে মোকা, আতঙ্কিত সাগরবাসী

মোকাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে আবহাওয়া দফতর ৷ এখন এই ঘূর্ণিঢঝড় বাংলাদেশের উপকূল অতিক্রম করছে বলে জানা গিয়েছে ৷ এর জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেখানে ৷ তার কিছুটা প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতেও ৷

By

Published : May 14, 2023, 12:52 PM IST

Updated : May 14, 2023, 1:31 PM IST

Sunderban Mokha Effect
সুন্দরবনে মোকার প্রভাব

দক্ষিণ 24 পরগনায় মোকার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে

সুন্দরবন, 14 মে: শক্তি বাড়িয়ে উপকূলের উপর দিয়ে বইছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা ৷ ইতিমধ্যে মোকা বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে ৷ এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন দ্বীপে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে ৷ ভারতের আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ৷ এটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে ৷ দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে ৷ রবিবার দুপুরে স্থলভাগের উপর আছড়ে পড়ার কথা মোকার ৷

এর পরোক্ষ প্রভাব পড়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে ৷ বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ সরাসরি প্রভাব না-পড়লেও সতর্ক রয়েছে বাংলা ৷ 'মোকা' মোকাবিলায় প্রস্তুত প্রশাসন ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

সোমবার পর্যন্ত পর্যটকরা সমুদ্রে যেতে পারবেন না ৷ রাজ্যের উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ ৷ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ একই সঙ্গে সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ফিরবে তাপপ্রবাহের পরিস্থিতি ৷

রবিবার ভোরে মোকার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় 240 কিলোমিটার ৷ ঘূর্ণিঝড় 'মোকা' ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ৷ রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি আছড়ে পড়ার কথা মোকার ৷ সেই সময় গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 210 কিলোমিটার ৷ রবিবার ভোর থেকেই দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে ৷

ইতিমধ্যে জেলাপ্রশাসনের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছে ৷ জেলাপ্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলি খালি করে দেওয়া হয়েছে ৷ মৌসুনি দ্বীপ, বকখালি, সাগর, হেনরি আইল্যান্ড, গোসাবা, কুলতলী, কৈখালীর মতো জায়গাগুলি থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিগত, ঘূর্ণিঝড় আমফান, যশ চোখের সামনে দেখেছেন গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে থাকা দোকানিরা ৷ তাই তাঁরা দোকানগুলি খালি করছেন ৷ খুলে ফেলা হচ্ছে দোকানের বাঁশ থেকে শুরু করে টিন ৷

আরও পড়ুন: মায়ানমারে আছড়ে পড়বে মোকা! হালকা বৃষ্টিতে বঙ্গে সাময়িক স্বস্তি

Last Updated : May 14, 2023, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details