ডায়মণ্ড হারবার, 6 মার্চ : সোমবার থেকে শুরু মাধ্যমিক ৷ পরীক্ষার আগের দিনও অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Examination 2022 Admit Card Issue) ৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের বাসুলডাঙায় ৷
মিরজানা খাতুন নামে ওই ছাত্রী ডায়মন্ডহারবার গার্লস হাইস্কুলের 2022-র মাধ্যমিক পরীক্ষার্থী ৷ অ্যাডমিট কার্ড আনতে গেলে স্কুলের তরফে জানানো হয়, তার অ্যাডমিট কার্ড আসেনি ৷ এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী । রবিবার সকালে বাড়িতে আত্মহত্যার চেষ্টা করার সময় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ৷
ছাত্রী ও তার পরিবারের দাবি, রেজিস্ট্রেশন-সহ অন্যান্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করলেও স্কুলের গাফিলতির কারণে মাধ্যমিকের অ্যাডমিট আসেনি । আর অ্যাডমিট না পাওয়ায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারবে না মিরজানা । এটা ভবেই ভেঙে পড়ে ওই ছাত্রী ( Examinee Tried to Commit Suicide) ৷
আরও পড়ুন :Uncertainty about Madhyamik : টেস্ট, ফর্ম ফিল-আপ হলেও মাধ্যমিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা