বারুইপুর (দক্ষিণ 24 পরগনা) : সদ্য ইউনেসকোর (UNESCO) হেরিটেজ তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো (Durga Puja) ৷ আর সেই কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে বাংলার এই দুর্গাপুজো দেখার জন্য আলাদা চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা ইতিমধ্যেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন ৷
ফ্রান্সের (France) তিনজন ইঞ্জিনিয়ার যেমন বুধবারই তাঁরা এসেছেন কলকাতায় । তবে দুর্গোৎসব দেখার পাশাপাশি এই ইঞ্জিনিয়াররা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে সেখানকার পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান । পড়াশোনার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের পরামর্শও দেন ।
ফ্রান্সের বাসাতি নামক একটি কোম্পানিতে কর্মরত এই ইঞ্জিনিয়াররা । সেখান থেকেই ছুটি নিয়ে পুজোর ক’টা দিন কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে প্যান্ডেল হপিং করবেন তাঁরা। ঘুরবেন মণ্ডপে মণ্ডপে । কিন্তু ঠাকুর দেখা শুরুর আগেই বারুইপুরের (Baruipur) একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুঁ মারেন তাঁরা ।