জয়নগর, 22 জুলাই : দুই শিশু-সহ একই পরিবারের মোট ছ'জন সদস্যকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা চালানোর অভিযোগ উঠল ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিকাপুর গ্রামে l
ওই গ্রামের বাসিন্দা তুষারকান্তি মণ্ডল, তাঁর দুই শিশুসন্তান, স্ত্রী, ভাই পার্থসারথি মণ্ডল এবং পিসিকে নিয়ে বসবাস করেন l মোট তিনটি ঘর নিয়ে তাঁরা থাকেন l অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন l রাত তিনটের সময় ঘুমন্ত অবস্থাতে কটু গন্ধ নাকে আসায় ঘুম ভেঙে যায় পার্থসারথি মণ্ডলের l তিনি ঘরের বাইরে বেরনোর চেষ্টা করতে গিয়ে দেখেন যে, বাইরে থেকে দরজা তার দিয়ে বাঁধা রয়েছে l বিপদ বুঝে তিনি জোর করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পান, তিনটি ঘরের সামনে আগুন জ্বলছে ৷ আর কেউ বাড়ির সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে l
ভাইয়ের চিৎকারে ঘুম ভাঙে দাদা তুষারকান্তি মণ্ডলের ৷ তিনিও বেরতে গিয়ে দেখেন দরজা বাঁধা ৷ টানাটানি করে কোনও রকমে দরজা খুলে বাইরে বেরতে গিয়ে দেখেন দরজার সামনে দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা ৷ একইভাবে পিসির ঘরের দরজাও বাঁধা, সেখানেও তেল ঢালা রয়েছে l তিনটি ঘরের দরজার ফাঁক দিয়ে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢালা হয়েছিল l এমনকি তা ঘরের ভিতরেও গড়িয়ে গিয়েছে ৷ পরিবারের বাকি সদস্যরা ঘরের বাইরে বেরিয়ে আসেন কোনও রকমে ৷ বাড়ির বিভিন্ন জায়গায় তখনও বোতলে দাহ্য পদার্থ ঢেলে রাখা ছিল l এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় ওই এলাকায় l তাঁদের চিৎকার চেঁচামেচিতে রাতে ঘুম ভেঙে বেরিয়ে আসেন প্রতিবেশীরা l